বিশ্বকাপের আগে ভারত তাদের শেষ টꦓি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলল বুধবার। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ তারা ৩-০ ব্যবধানে জিতেওছে। তবে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় মার্কিন যুক্তরাষ্ট্র 💝এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত মার্কি টুর্নামেন্টের আগে তাঁর দলের অনুশীলনের সময়ের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা দল হিসেবে আর বেশি ক্রিকেট খেলা🌸র সুযোগ পাব না। যদিও আইপিএল হবে, এবং সকলেই জানেন, ঘনিষ্ঠ ভাবে সেই ম্যাচগুলি দেখা হবে, এই ছেলেদের মধ্যে কে কী ভাবে খেলছে, সবটাই লক্𒈔ষ্য করা হবে। এবং দলে আমাদের কী কী স্লট পূরণ করা যায়, সেটাও দেখা হবে।’
আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর, দ্রাবিড় খুশি। কারণ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে পরীক্ষানিরীক্ষা করা গিয়েছে। এবং বেঞ্চের কয়েক জন খ꧃েলোয়াড় বেশ ভালো পারফরম্যান্স করে যোগ্য বিকল্প হিসেবে ভরসা জুগিয়েছেন।
প্রসঙ্গত, ওডিআই বিশ্বকাপের পরে, ভারত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে🎃ছে এবং প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে, থিঙ্ক ট্যাঙ্ক জিতেশ শর্মা এবং🐻 শিবম দুবে সহ কয়েক জন প্রার্থীকে আরও ঘনিষ্ঠ ভাবে পরীক্ষা করতে সক্ষম হয়েছিল।
দ্রাবিড় এই প্রসঙ্গে বলেছেন, ‘বিভিন্ন কারণে গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে বিভিন্ন প্লেয়ারকে খেলানো হয়েছে। কিন্তু আমꦓি মনে করি, এটা দেখে খুব ভালো লাগছে যে (বিশ্বকাপের আগে) কিছু বিকল্প তৈরি রয়েছে। যাঁরা বেশ ভালো পারফরম্যান্স করেছে। তাদের যথেষ্ট ভালো স্কিল রয়েছে। কিছু জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে, এবং আমরা এটি সম্🉐পর্কে চিন্তা করছি।’
আরও পড়ুন: ৩৬ বছর ২৭২ দিন বয়সে T20I-তে সেঞ্চুরি হাঁকিয়ে🔥 ইꦑতিহাসে রোহিত, ভাঙলেন কোহলির রেকর্ড
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে ১২৪ রান এবং দু'টি উইকেট নিয়ে, শিবম দুবে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন। এবং দ্রাবিড় অলরাউন্ডার হিসেবে শিবমের পারফরম্যান্🌺সে খুশি। তিনি বলেছেন, ‘ও অনেক দিন পর ফিরে এসেছে। ফিরে আসার পর ও অবশ্যই অনেক ভালো খেলছে। ওর প্রতিভা সব সময়েই ছিল, এই নিয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু সিরিজে যে ভাবে ও পারফর্ম করেছে, তা দে▨খে আমি সত্যিই খুশি।’