পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে প্যালেস্তাইনের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে এবার শাস্তির কবলে পড়লেন উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে প🐓্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির অনুমোদন না নিয়েই খোয়াজা কালো আর্মব্যান্ড পরিধান করে একটি ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেছেন।
আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘উসমান খোয়াজাকে পোশাক এবং সরঞ্জাম বিধিমালার ধার🐟া এফ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে, তিনি আইসিসি-র নিয়মভঙ্গ করেছেন।’
বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘উসমান পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন একটি ব্যক্🎀তিগত বার্তা (আর্ম ব্যান্ড) প্রদর্শন করেছিলেন, আগে থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির কা💫ছে কোনও অনুমতি না নিয়েই। এটি আইন লঙ্ঘন বিভাগের অধীনে। তবে এটি তাঁর প্রথম অপরাধ হওয়ায়, তাঁকে তিরস্কার করে ছেড়েই দেওয়া হবে।’
আরও পড়ুন: ꦑঅজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজের টিম ঘোষণা করতে গিয়ে হিমশিম দশা ওয়েস্ট ইন্ডিজের, দলে ৭ নতুন মুখ
প্রথমে অনুশীলনের সময় দেখা গিয়েছিল উসমান খোয়াজার জুতোয় লেখা রয়েছে, ‘স্বাধীনতা মানুষের অধিকার’ এবং ‘সব মানুষের জীবনের দাম সমান।’ গাজা হামলার কথা মাথায় রেখেই এই বার্তা দিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। পা🌊কিস্তানের বিরুদ্ধে সেই জুতো পরেই নামতে চেয়েছিলেন খোয়াজা। কিন্তু বাদ সাধে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার হুঁশিয়ারির পরেও নিজের জায়গা থেকে সরে আসেননি খোয়াজা। প্রতিবাদ তিনি করেছেন। তবে কিছুটা অন্য ভাবে।
পার্থ টেস্টে নিজের সেই জুতো জোড়া পরেই নামেন খোয়াজা। তবে সাদা একটি টেপ দিয়ে সꦅ্লোগান ঢেকে দেওয়া ছিল। সেই সঙ্গে বাঁ হাতে একটি কালো ব্যান্ড পরে নামেন তিনি। আইসিসির হুঁশিয়ারির বিরুদ্ধে নীরব প্রতিবাদ দেখাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১ রান⛦ করেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে খোয়াজা জানতে পারেন স্লোগান লেখা জুতো পরে নামলে আইসিসি তাঁকে নির্বাসিত করতে পারে। তখনই নিজের ক্ষোভ উগরে দেন খোয়াজা। তিনি বলেন, ‘আমার জুতোয় লেখা বার্তা নিয়ে অনেক কথা হচ্ছে। তবে এই নিয়ে আমি কিছু বলতে চাই না। প্☂রয়োজনও নেই। কিন্তু যাঁরা প্রশ্ন তুলছেন আমার এই লেখা নিয়ে, তাঁদের আমি বলব নিজেদের প্রশ্ন করুন। সত্যিই কি স্বাধীনতা সকলের জন্য নয়? সকলের জীবনের দাম কি সমান নয়? আমি কারও ধর্ম, জাতি বা সꦆংস্কৃতি নিয়ে ভাবি না। কিন্তু যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা নিশ্চয়ই আমার কথার সঙ্গে সহমত নন, সেই কারণেই প্রশ্ন তুলছেন।’
আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার এমন জিনিস পরে মাঠে নামতে পারবেন না যেখানে রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণব🍸িদ্বেষী বার্তা রয়েছে। এমন কোনও জিনিস পরতে হলে আইসিসি-র অনুমতি প্রয়োজন। তবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সময় হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর ক্ষেত্রে সম্মতি দিয়েছিল আইসিসি।