আইপিএলের আগে ডিওয়াই পাতিল টি-২০ কাপে ছন্দে থাকার ইঙ্গিত দিলেন দুই নাইট তারকা নীতিশ রানা ও বরুণ চক্রবর্তী। ডিওয়াই পাতিল রেড দলের হয়ে মাঠে নেমে ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে ব্য𒐪াট হাতে নজর কাড়েন নীতীশ এবং🐠 দাপুটে বোলিং করেন বরুণ।
বরুণ ছাড়াও ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে🎶 বল হাতে সফল হন ভুবনেশ্বর কুমার এবং ক্রুণাল পান্ডিয়াও। উল্লেখ্য, টুর্নামেন্টে ক্রুণাল পান্ডিয়াই নেতৃত্ব দিচ্ছেন নীতীশদের। এই দলের হয়েই মাঠে নামছেন আমন খান, আবদুল সামা𝔍দরাও।
টস জিতে ক্রুণাল শুরুত🔴ে ব্যাট করার আমন্ত্রণ জানান মহীপাল লোমরোরের নেতৃত্বাধীন ইনকাম ট্যাক্সকে। নির্ধারিত ২০ ওভারে ইনকাম ট্যাক্স ৮ উইকেটে বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। গৌরব জাঠার ২২ বলে ৪৭ রান করেন। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। ২৭ বলে ৩৩ রান করেন চিরাগ গান্ধী। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ১৫ বলে ৩🅰২ রান করে নট-আউট থাকেন ললিত যাদব। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ১৬ বলে ২৪ রান কর🐻েন ক্যাপ্টেন মহীপাল। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৩ বলে ১২ রান করেন অভিষেক দাস। তিনি ২টি চার মারেন। অনূজ রাওয়াত ৫ ও হিম্মত সিং ৩ রান করে আউট হন।
ডিওয়াই পাতিল রেড দলের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট নেনဣ বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নেন🎃 ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন ক্রুণাল পান্ডিয়া। নীতীশ রানা ৩ ওভার বল করে মোটে ২১ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি।
আরও পড়ুন:- রিঙ্কু থেকে যশস্বী, প্রথমবার BCC♒I-এর ক💧েন্দ্রীয় চুক্তিতে ঢুকলেন যে ১১ জন
পালটা ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল রেড দল মাত্র ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৯ বলে ৮৯ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন আমন খান। তিনি ১২টি চার ও ৩টি ছক্কা মারেন। উল্লেখ্য, কানারা ব্যাঙ্কের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমন ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন। অর্থাৎ, পরপর ২টি ম্যাচে হাফ🍒-সেঞ্চুরি করেন তিনি।
এছাড়া ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে ১৮ বলে ৩৭ রান করেন নীতীশ রানা। তিন💦ি ৪টি ছক্কা মারেন। ৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন আবদুল সামাদ। তিনি ২টি ছক্কা মারেন। ক্রুণাল পান্ডিয়া ৩ বলে ১ রান করে আউট হন। ৩০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ডিওয়াই পাতিল রেড দল।