ভারতের সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টে দারুণ ফল করেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল সাদা বলের আইসিসি টুর্নামেন্টে ২৩টি ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছে। সেই একমাত্র পরাজয় এসেছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই হার ছাড়া, ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এ𒁃বং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকেছে, যা তাদের আধিপত্যের স্পষ্ট প্রমাণ দেয়।
তবে এর শুরুটা হয়েছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকে। এরপরেই র🌸োহিত শর্মা তাঁর ব্যাটিংয়ে পরিবর্তন আনেন, শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখাতে থাকেন তিনি। সেই পরিবর্তনের ফল এখন সকলের চোখের সামনে রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেন, ‘২০২২ সালের বিশ্বকাপ থেকেই এর শুরু হয়েছিল। যদিও আমরা ফাইনালে যেতে পারিনি, সেমিফাইনালে হেরে বিদায় নিꦇতে হয়েছিল। তবে তারপরই আমরা দলকে পরিষ্কার বার্তা দিয়েছিলাম যে, আমরা কেম𒊎ন ক্রিকেট খেলতে চাই।’
এরপরে রোহিত বলেন, ‘দলের খেলোয়াড়দের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। পারফর্ম করতে হলে খেলোয়াড়দের স্বাধীনতা দিতে হয🌊়, যাতে তারা নির্ভয়ে 🦹খেলতে পারে। কিছু সিরিজ আমরা হারিয়েছি, কিছু কঠিন সময় কেটেছে, কিন্তু আমরা কখনও আতঙ্কিত হইনি এবং আমাদের পরিকল্পনা থেকে সরে যাইনি।’
আরও পড়ুন … IPL 2025: ধোনির CSK-র বিরুদ্ধে নতুন ইতিহাস গড়লেন কোহলি!🍸 ভেঙে দিলেন ধাওয়ানের বিরাট রেকর্ড
রোহিত আরও বলেন, ‘ভাবুℱন যদি আমরা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটা জিততাম! তিনটি আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থাকা অবিশ্বাস্য হত। তবু ২৩টি ম্যাচের মধ্যে ২২টিতে জয়ও অবিশ্বাস্য। বাইরের দৃষ্টিকোণ থেকে দেখতে ভালো লাগলেও, দলের জন্য এটি সহজ ছিল না। অনেক উত্থান-পতন এসেছে। কিন্তু যখন এমন অর্জন🔥 আসে, তখন সেটাকে সেলিব্রেশন করতে হয়।’
দেখুন রোহিত শর্মার সাক্ষাৎকারের ভিডিয়ো-
রোহিত আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকা🦩প ২০২৪-এর পর কিছুটা খারাপ সময় গিয়েছিল, আমরা ঘরের মাঠে সিরিজ হারিয়েছি, অস্ট্রেলিয়ায় ভালো খেলতে পারিনি। তারপর চ্যাম্পিয়ন্স ট্✨রফি এল। এই নয় মাস যেন জীবনের একটা নিখুঁত চিত্র ছিল।’
আরও পড়ুন … IPL 2025 CඣSK vs RCB: মাথায় বল লাগার পরে বদলে গেল কোহলဣির মেজাজ! বিরাটকে খোঁচা দেওয়ার ফল পেলেন পথিরানা
‘২০২৪ সাল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য খারাপ ছিল’- রোহিত শর্মা
২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের শেষ স্থানে ছিল। হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কত্ব দেওয়ার পর সমর্থকদের মধ্যে ক্ষোভ ♉ছড়িয়ে পড়ে, এবং প্রতিটি মাঠে হার্দিককে প্রবল দুয়োধ্বনি শুনতে হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের সেই সময়কার পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন রোহিত শর্মা। তিনি জানান, তার মূল মনোযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে, কারণ এটি ভারতের হয়ে তার শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে চলেছিল।
আরও পড়ুন … গেইল-গিলের রেকর্ড ভাঙলেন, ব্যাট হাতে লিখলেন ইতিহাস! Natio𝄹nal T20 Cup-এ দুরন্𒅌ত খেলে PSL-এ ফিরলেন পাক তারকা
উল্লেখ্য, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার পর রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। রোহিত শর্মা বলেন, ‘২০২৪ সাল দলের জন্য খারাপ কেটেছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। তবে আইপিএলের পর আমার মূল ফোকাস ছিল বিশ্বকাপ, কারণ আমি জানতাম এটি আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে। তাই আমি এটিকে স্মরণীয় করতে চেয়েছিলাম। আমি জানতাম, দলের♚ অন্যদের সাহায্য ছাড়া এটি সম্ভব নয়। তাই আমরা সকলেই একসঙ্গে এসেছিলাম এবং পুরো টুর্নামেন্ট জুড়ে দলগত পারফরম্যান্স ছিল দারুণ।’
২০২⛎৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত শূন্য রানে আউট হয়েছিলেন। তিনি আগামী শনিবার, ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব🍸ড় ইনিংস খেলার লক্ষ্য রাখছেন।