রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৪ ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ🍷 খানের কলকাতা নাইট রাইডার্স। এটি কেকেআরের তৃতীয় আইপিএল শিরোপা। শাহরুখ খানের সহ-মালিকানাধীন কলকাতা এই মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছে এবং ট্রফি জিতেছে। যেখানে ফাইনালের একতরফা ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে শ্রেয়স অ্যান্ড কোম্পানি।
বুর্জ খলিফায় চ্যাম্পিয়ন KKR
কেকেআরের জয়ে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই জয় সেলিব্রেশন করছেন ভক্তরা। এরপর দুবাইত⛎েও কেকেআর-এর এই জয়কে বিশেষ ভাবে সেলিব্রেশন করা হয়। আসলে কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর বুর্জ খলিফাকেও বেগুনি রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বুর্জ খলিফায় শাহরুখ খান ও কেকেআরকে অভিনন্দন জানানো হয়। এই ভিডিয়োটি কলকাতা নাইট রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে।
আরও পড়ুন… T20 WC 2024-এর জন্য নিউইয়র্কে অনুশীল💜ন শুরু করল টিম ইন্ডিয়া, সামনে এল রোহিতদের নতুন প্র্যাকটিস কিট
অনেকেই এই ভিডিয়োকে পুরানো বলা হয়েছিল-
কিছু মিডিয়া রিপোর্ট আগে দাবি করা হয়েছিল যে বুর্জ খলিফায় কেকেআর তাদের বিজয় উদযাপনের ভিডিয়োটি পুরানো। তবে দলের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করা ভিডিয়োটি এর সত্যতা প্রমাণ করে। টিমের শেয়ার করা ভিডিয়োটি ভক্তদের ▨কাছ থেকে প্রচুর ভিউ এবং মন্তব্য পেয়েছে। কিছু ব্যবহারকারী আরও লিখেছেন যে, ‘শাহরুখ খানের প্রভাবের কারণেই বুর্জ খলিফায় কেকেআর-এর বিজয় সেলিব্রেশন করা হয় এবং এই ছবি দেখানো হয়েছিল।’
আরও পড়ুন… ভারতের নতুন কোচ নিয়োগ পিছিয়ে যেতে পারে? রিপোর্টে উঠে আসছﷺে কারণ, জড়িয়ে গম্ভীরের নাম
ভিডিয়োটিতে কী দেখান হয়েছে-
আসুন আমরা আপনাকে বলি যে শাহরুখ খানের জন্মদিন উদযাপন থেকে শুরু করে তাঁর সিনেমার ছবি বা ট্রেলারের প্রচার, SRK বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় আধিপত্য বিস্তার করে। আমরা আপনাকে বলি যে কলকাতা নাইট꧅ রাইডার্স শাহরুখ খান এবং জুহি চাওলার মালিকানাধীন দল। এমন পরিস্থিতিতে শাহরুখ খানকে অভিনন্দন জানানোর জন্যই এমনটা করা হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো ভাই🎶রাল হচ্ছে।
আরও পড়ুন… T20 WC 2024: সাবধান, বাগানে ঘুরলে কি হয় জানেন তো- যশস্বীকে 🧜কোন কথা মনে করালেন সূর্যকুমার যাদব
আইপিএল শিরোপা জেতার জন্য বুর্জ খলিফা থেকে অভিনন্দন বার্তা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের সহ-মালিক এবং বলিউড সুপ🃏ারস্টার শাহরুখ খানও অভিনন্দন বার্তা পেয়েছেন। IPL 2024 ফাইনালে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে। ২৬ মে রবিবার চিপক স্টেডিয়ামে, চেন্নাইয়ে খেলা ফাইনাল ম্যাচে, কেকেআর প্রায় একতরফা ম্যাচ জিতে তৃতীয় শিরোপা জিতেছে।
অভিনন্দন বার্তায় কী দেখান হয়
আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ꦉন হওয়ার দুই দিন পরে, দুবাইয়ের বুর্জ খলিফাকে বেগুনি রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল এবং দল এখান থেকে একটি অভিনন্দন বার্তা পেয়েছে। কেকেআর নিজেই এই ভিডিয়োটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে। কয়েক সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যায় যে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রথমে কেকেআর বুর্জ খলিফাকে অভিনন্দন জানায় এবং তারপর শাহরুখ খানও একটি অভিনন্দন বার্তা পান।
আরও পড়ুন… তাহলে কি ♋মাদ্রিদের বদলে মিলানের পথে কিলিয়ান এমব⛄াপ্পে! কী বললেন PSG-র প্রাক্তন তারকা?
কেমন হয়েছিল ফাইনাল ম্যাচ-
আইপিএল ২০২৪ ফাইনাল সম্পর্কে কথা বলতে গিয়ে, হায়দরাবাদ দলের অ💎ধিনায়ক প্যাট কামিন্স টস জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অধিনায়কের এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় একই সময়ে, যখন দুই ওপেনারই তাড়াতাড়ি আউট হন এবং পাওয়ার প্লেতেই তৃতীয় উইকেটের পতন ঘটে। এসআরএইচ দল এই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে ১১৩ রানে গুটিয়ে যায়। একই সময়ে ১১৪ রানের লক্ষ্য ১১তম ওভারেই তুলে দেয় কেকেআর। বেঙ্কটেশ আইয়ার ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে গেলেও বোলিং নায়ক ছিলেন মিচেল স্টার্ক। স্টার্ক নেন ২টি উইকেট। আন্দ্রে রাসেল শিকার করেছিলেন ৩ উইকেট।