চলতি মরশꦍুম শেষ হতেই পিএসজিতে নিজের ইনিংস শেষ করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তবে তাঁর নতুন ঠিকানা কী হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন শুরুর মাঝেই, শৈশবের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদের নাম উঠে আসছে। কিন্তু সম্প্রতি কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্য সকলকে দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দিয়েছে। এমবাপ্পের ভবিষ্যত গন্তব্য কোথায় হতে যাচ্ছে, এ বিষয়ে ভক্তদের আগ্রহের মাঝে, এসি মিলানের কথা বলেছেন এমবাপ্পে।
মিলানের বড় ভক্ত এমবাপ্পে-
সম্প্রতি এমবাপ্পের দেওয়া একটি সাক্ষাৎকার তার দলবদল নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। ইতালিয়ান লিগে খেলার প্রসঙ্গে এমবাপ্পে জানান, এসি মিলানের হয়ে খেলতে চান তিনি। ফরাসি তারকা আরও বলেন, তিনি এবং তার পুরো পরিবার এসি মিলানের বড় সমর্থক। এই সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, তিনি সবসময়ই বলে এসেছেন, তিনি একদিন ইতালিতে যাবেন। আসলে তিনি এসি মিলানে যেতে চান। কারণ তিনি মিলানের অনেক বড় ভক্ত। তিনি যখন ছোট ছিলেন, এসি মিলানের অনেক বড় ভক্ত ছিলেন। তিনি নাকি এখনও সিরি-এ দেখেন। তিনি সবসময় মিলানের সব ম্যাচ দেখ𝓰েন। এমবাপ্পে বলেছেন, শুধু তিনি নন, তাঁর পরিবারের সকলেই মিলানের ভক্ত।
কোন ক্লাবে যেতে পারেন এমবাপ্পে-
চলতি বছরের ফেব্রুয়ারিতে এমবাপ্প𓆏ের পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠে। এরপর মে মাসে নিজেই এক ভিডিয়োতে পিএসজি ছাড়ার বিষয়টি জানান এমবাপ্পে। ইউরোপিয়ান অনেক গণমাধ্যম বলছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে অনেক আগেই চুক্তি করে ফেলেছেন এমবাপ্পে। শুধু তাই নয়, সান্তিয়াগো বার্নাব্যুতে নাকি এমবাপ্পের জার্সি নম্বরও ঠিক হয়ে গিয়েছে। তবে সবকিছু নিশ্চিতভাবে জানা যাবে দলবদলের সময়ই। আর ততদিন পর্যন্ত এমবাপ্পেকে নিয়ে ধোঁয়াশার মধ্যেই থাকতে হচ্ছে ভক্তদের। এখনও কোনও কিছু নিশ্চিত না হলেও জোড় গুঞ্জন রয়েছে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদের সঙ্গে এরমধ্যেই চুক্তি করে ফেলেছেন এমবাপ্পে। মাদ্রিদে খেলার স্বপ্ন দেখলেও মিলানও যে তার হৃদয়ে একই রকম জায়গা করে রেখেছে তা সম্প্রতি স্বীকার করেছেন তিনি।
আরও পড়ুন… T20 WC 2024: ও যেಞভাবে প্র্যাকটিস করে! বিরাট কোহলিকে নিয়ে মꦺুগ্ধতা কাটছে না উইল জ্যাকসের
মিলান নিয়ে কী বললেন এমবাপ্পে-
স্কাই ইতালিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ‘আমরা জানি না (ভবিষ্যত𒈔ে) কী ঘটতে পারে, তবে আমি যখন ছোট ছিলাম তখন আমি মিলানের ভক্ত ছিলাম এবং আমি সবসময় বলতাম যে একদিন আমি তাদের হয়ে খেলব। কখনও ইতালিতে গেলে মিলানেই যাব।’ এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমি সবসময় সিরি এ এবং মিলানের প্রতিটি ম্যাচ দেখি কারণ আমার পরিবার এবং আমি সবসময়ই ভক্ত। সিরি এ একটি দুর্দান্ত চ্য🐼াম্পিয়নশিপ এবং পরের বছর তাদের চ্যাম্পিয়ন্স লিগে অন্য যে কোনো লিগের চেয়ে বেশি দল থাকবে, হয়তো আমি তাদের কোনো দলের মুখোমুখি হব। এবং সেখানে যাব।’
এমবাপ্পের বেতন আটকে দিয়েছে পিএসজি!
বুধবার ফরাসি সংবাদমাধ্যম 🅷লা'কিপ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি এমবাপ্পেকে। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে যে বোনাস পাওয়ার কথা🌜 ছিল তাঁর, সেটাও আটকে দিয়েছে পিএসজি। ফলে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন বিশ্বকাপ জয়ী এই তরুণ। তবে এর মাঝেই এত বছর পিএসজি-তে খেলার জন্য ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
পিএসজি নিয়ে কী বললেন এমবাপ্পে-
পিএসজিকে কৃতজ্ঞতা🌞 জানিয়েছেন এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি আপনি যখন একটি ক্লাবে সাত বছর কাটান, আপনি খেলোয়াড়, ভক্তদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। অবশ্যই গোল ও ট্রফিও রয়েছে, তবেꦑ আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেমন সম্পর্ক গড়ে তুলেছেন। একটি দলের অংশ হওয়া, যা আপনি জীবনেও ভুলে পারবেন না। আমার জন্য এটা বিশেষ ছিল এবং আমি পিএসজিতে সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ।’
আরও পড়ুন… কোহলির সমালোচনা করে🔯 বিতর্কের মুখে রায়ডু! CSK-র প্রাক্তনীর পাশে দাঁড়ালেন কেভিন পিটারসেন
তিনি আরও বলেন, ‘ছোটবেলায় আমি একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমার স্বপ্ন ছিল𓂃 যতটা সম্ভব ট্রফি জেতার, কিন্তু এখন অভিজ𒆙্ঞতা থেকে আমি মনে করি যারা আপনাকে, আপনার পরিবার, আপনার পরিবারকে দেখে তাদের আবেগ, আনন্দ এবং অনুপ্রাণিত করা আরও গুরুত্বপূর্ণ। সতীর্থদেরও।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।