ꩵ MS Dhoni recreates Ranbir Kapoor's ‘Animal’: এবার নতুন অবতারে ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ লুকে ভক্তদের সামনে এলেন মাহি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি বিজ্ঞাপন যেখানে ধোনির নতুন এই লুক সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ধোনিকে তাঁর ছবি ‘অ্যানিমাল’-এর নায়ক করে দেখিয়েছেন। এই চরিত্রটাই সিনেমাতে রণবীর কাপুর অভিনয় করেছিলেন। এবার সেই লুকেই মহেন্দ্র সিং ধোনিকে তুলে ধরলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
ভাইরাল হচ্ছে ধোনির ‘অ্যানিমাল’ লুকের ভিডিয়ো-
🌠এই ভিডিয়োতে ধোনিকে রণবীর কাপুরের মতো এন্ট্রি নিতে দেখা যায়। এই সময়ে তাঁকে একেবারে গ্যাংস্টার হিসাবে দেখানো হয়েছে। এরপরে ধোনির মধ্যে দিয়ে রণবীর কাপুরের কলেজ লুককে তুলে ধরেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যেখানে মাহিকে সাইকেল চালিয়ে আসতে দেখা যায়।
ꩲএই সময়ে ‘অ্যানিমাল’ ছবির বিখ্যাত সংলাপ ‘ব্যাহরা নেহি হু, শুনাই দে রাহা হে..’ এটিও নিজের স্টাইলে বলেন মাহি। অর্থাৎ সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ভিডিয়োতে মহেন্দ্র সিং ধোনিকে একেবারে ‘অ্যানিমাল’-এর রণবীর কাপুরে পরিণত করেছেন।
দেখুন সেই ভিডিয়ো-
🥂আসলে চলচ্চিত্র পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজের এক বিজ্ঞাপনে ধোনির নতুন অবতারের ঝলক দেখিয়েছেন। বর্তমানে আইপিএল ২০২৫ মরশুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন ধোনি, আর তার আগেই এই বিজ্ঞাপনের মাধ্যমে ভক্তদের অবাক করেছেন মাহি। বিজ্ঞাপনে ধোনিকে লম্বা চুলে দেখা গেছে, যা অনেকটা বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ সিনেমার লুকের মতো।
𒁃বিজ্ঞাপনে ধোনিকে দেখা যায়, তিনি ভাঙ্গাকে জিজ্ঞাসা করছেন, তার লম্বা চুল বেশি হয়ে গেছে কি না। এরপরই এক মজার কথোপকথন শুরু হয়। এই সেই বিজ্ঞাপন, যা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন … 💝IPL 2025: KKR অনুশীলনে বেগুনি জার্সিতে আগুন ঝরাচ্ছেন RCB-র বাতিল তরুণ! চাপে গুরবাজ-ডি'ককরা
আইপিএল ২০২৫-এর জন্য প্রস্তুত ধোনি
𒅌চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ও ভারতীয় স্পিনার হরভজন সিং জানিয়েছেন, নতুন মরশুমের প্রস্তুতির জন্য এমএস ধোনি প্রতিদিন ২-৩ ঘণ্টা করে ব্যাটিং অনুশীলন করছেন। ধোনি নিজের ফিটনেসেও কঠোর পরিশ্রম করেছেন, যাতে ২২ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি লিগে সেরা অবস্থায় থাকতে পারেন।
আরও পড়ুন … ඣIPL 2025: কঠিন সময় আসল পরীক্ষা নেয়: মাঠে পারফর্ম করে সমালোচকদের জবাব দিতে চান শ্রেয়স
ধোনিকে নিয়ে কী বললেন হরভজন?
ꦛহরভজন সিং ESPNcricinfo-কে বলেন, ‘আমি সম্প্রতি এক বন্ধুর মেয়ের বিয়েতে তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি দেখতে খুবই ফিট, শক্তপোক্ত লাগছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘এই বয়সে যা করছেন, এটা কি কঠিন নয়?’ তিনি বললেন, ‘হ্যাঁ, এটা কঠিন, কিন্তু এটাই আমি করতে ভালোবাসি। এতে আমি আনন্দ পাই। আমি খেলতে চাই, মাঠে যেতে চাই।’ যতক্ষণ খিদে থাকবে, ততক্ষণ আপনি পারফর্ম করতে পারবেন। সারাবছর কোনও ক্রিকেট না খেলেই তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে এটি করতে হয়। নিশ্চয়ই তিনি অন্যদের চেয়ে ভালো কিছু করছেন। শুধু টিকে থাকছেন না, বরং বোলারদের উপর আধিপত্য বিস্তার করছেন।’
আরও পড়ুন … 🔴ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের
IPL 2025-এর জন্য কতক্ষণ অনুশীলন করছেন ধোনি
🔯এরপরে হরভজন সিং আরও বলেন, ‘গত এক-দুই মাস ধরে তিনি অনুশীলন করছেন। যত বেশি বল খেলবেন, তত টাইমিং ও ছন্দ ফিরে আসবে, ছক্কার সংখ্যাও বাড়বে। তিনি প্রতিদিন চেন্নাইতে ২-৩ ঘণ্টা ব্যাটিং করেন। তিনি প্রথমে মাঠে আসেন এবং সকলের শেষে যান, এমনকি এই বয়সেও। এটাই পার্থক্য গড়ে দিচ্ছে।’