ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ এর ফাইনাল ম্যাচটি ৬ অক্টোবর গায়ানা অ্যামাজন ওয♓়ারিয়র্স এবং সেন্ট লুসিয়া কিংসের মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বে সেন্ট লুসিয়া শিরোপা দখল করেছিল। ট্রফি জেতার পরে ফ্যাফ এমন একটি কাজ করেছেন যা ভক্তদের রোহিত শর্মা এবং লিওনেল মেসির কথা মনে করিয়ে দিচ্ছে। আসলে রোহিত শর্মা ও লিওনেল মেসির স্টাইলে ট্রফি তুলেছেন সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এই সময়ে ট্রফি হাতে ফ্যাফ যেভাবে সেলিব্রেশন করেছিলেন সেটি একে🦄বারে মেসি ও রোহিতের কপি ছিল। ফ্যাফের এই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে এবং এটি বর্তমানে ক্রীড়া বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ট্রফি তুললেন ফ্যাফ ডু প্লেসি
২০২২ সালে আর্জেন্তিনা দল ফিফা বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসি দর্শনীয় স্টাইলে ট্রফি তুলেছিলেন। আস্তে আস্তে ট্রফিটা তুলে ছিলেন তিনি। মেসির এই স্টাইল বিশ্বজুড়ে সকলেই পছন্দ করেছিলেন। তাঁর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এর পরে ক্রীড়া বিশ্বে অনেক অধিনায়ককেই এভাবে ট্রফি তুলতে দেখা গিয়েছিল। ২০২৪ সালের আইসিসি বিশ্বকাপের শিরোপা জেতার পরেও রোহিত শর্মাকে এমনটা করতে দেখা গিয়েছিল। 🌊মেসির মতো একই স্টাইলে ট্রফি তুলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এখন মেসি ও রোহিতের মতো একই স্টাইলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ ট্রফি তুলেছেন ফ্যাফ ডু প্লেসি।
সোশ্যাল মিডিয়ায় ফ্যাফ ডু প্লেসির সেই ভিডিয়ো ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… ভিডিয়ো: ঢোল-তাসা-স্লোগানে টিম ইন্ডিয়াকে স্বাগত জ🍒ানাল দিল্লি! আনন্দে নেচে উঠলেন𓂃 সূর্য
ম্যাচটি কেমন ছিল
শিরোপা জয়ের এই প্রথমে ব্যাট করে গায়ানা ২০ ওভারে ১৩৮ রান করে। দলের পক্ষে ওপেনার ব্যাটসম্যান মইন আলি ২০ বলে ১৪ রান করেন। যেখানে শূন্য রান করেন রহমানউল্লাহ গুরবাজ। এর পর হতাশ করেন শাই হোপও। যদিও তিনি নিশ্চ♈িতভাবে ক্রিজে কিছুটা সময় কা🍸টিয়েছেন। তিনি ২২ রানের ইনিংস খেলেছিলেন।
আরও পড়ুন… ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্সের ব্যাটিং দুর্বলতা কী? মজার উত্তඣর দিলেন পার্থিব প্যাটেল
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮.১ ওভারে ম্যাচ জিতে নেয় সেন্ট লুসিয়া কিংস। লুসিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেন অ্যারন জোন্স। ৪টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। তিনি ছাড়াও ২১ রান করেছিলেন দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এছাড়া রোস্টন চেজ ৩৯ বলে ২২ রান করেন। ১১ বল বাকি থাকতেই ম্যাচ ও শিরোপা জিতে নেয় লুসিয়া। লুসিয়ার পক্ষে স্পিন বোলার নূর আহমেদ দুর্দ♊ান্ত বোলিং করেন এবং ৩টি উইকেট শিকার করেন।