সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিয়োতে, অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক পাকিস্তানি ক্রিকেট ভক্ত অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। পাকিস্তানের ক্রিকেট জার্সি পরে এবং ১৯৯২ সালের বিশ্বকাপের ট্রফি তোলার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ছবি হাতে নিয়েছিলেন সেই ভক্ত। আধিকারিক একটি আল্টিমেটাম জারি করেছেন, ছবি সমর্পণ করুন বা প্রাঙ্🌃গণ ছেড়ে দিন। ক্লিপটিতে স্টুয়ার্ডকে বলতে শোনা যায়, ‘হয় তুমি আমাকে দাও না হয় বাড়ি চলে যাও।’
ইমরান খানের ছবি নিষিদ্ধ?
অস্ট্রেলিয়ার মাঠে কি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি নিষিদ্ধ? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে এই বিষয়টিকে উস্কে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার একটি ক্꧋রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন এক পাকিস্তানি ভক্তের সঙ্গে অদ্ভুত আচরণ করলেন মাঠের নিরাপত্তারক্ষী। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান খানের পোস্টার ধরে রেখেছিলেন সেই ভক্ত। তবে এই ভক্তকে স্টেডিয়াম ছেড়ে যেতে বলা হয়েছিল। বলা হয়েছিল পোস্টারটি ফেরত দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন এক কর্মকর্তা। সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
ঘটনাটি কী ঘটেছিল-
সম্প্রতি, ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক পাকিস্তানি ক্রিকেট ভক্তের সঙ্গে অদ্ভুত আচরণ করা হয়েছে। আসলে ওই ভক্তের পরনে ছিল পাকিস্তান ক্রিকেটের জার্সি। তার হাতে ছিল পা♐কিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং ১৯৯২ বিশ্বকাপের ট্রফি তোলা ক্রিকেটারের একটি পোস্টার। হঠাৎ স্টেডিয়ামের এক কর্মকর্তা তার কাছে এসে পোস্টারটি দিতে বলেন। ওই কর্মকর্তা ভক্তকে আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আমাকে পোস্টার দাও নইলে স্টেডিয়াম ছেড়ে দাও।’ ভিডিয়োতে ওই আধিকারিককে বলতে শোনা যায়, ‘হয় ছবিটা আমাকে দাও না হয় বাড়ি চলে যাও।’