𓂃 ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খেলাটি চলছে। এই ম্যাচে প্রথম থেকেই আমেরিকান দলের ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় দলের বোলাররা। টিম ইন্ডিয়ার পেস বোলার জসপ্রীত বুমরাহ তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন। আর্শদীপ সিং ইনিংসের প্রথম বলেই মার্কিন ওপেনার শায়ান জাহাঙ্গীরকে আউট করে USA-কে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। প্রথম ওভারের শেষ বলে আর্শদীপ সিং আমেরিকার কিংবদন্তি ব্যাটসম্যান আন্দ্রেস গাউসের উইকেট নিয়ে ইউএসএ দলের ব্যাটিংকে পিছনে ঠেলে দেন।
আরও পড়ুন… 🎃ভিডিয়ো: অস্ট্রেলিয়া দলে কতগুলো ‘হেড’ রয়েছে? মেয়ের প্রশ্ন শুনে অবাক রবিচন্দ্রন অশ্বিন!
💦 ভারতীয় বোলাররা শুধু বল হাতে তাদের পারফরম্যান্স দিয়েই ম্যাচে আধিপত্য বিস্তার করছে না, এর পাশাপাশি ভারতীয় দল দুর্দান্ত ফিল্ডিংও করছে। ভারতীয় বোলার মহম্মদ সিরাজ হয়তো এই ম্যাচে উইকেট পাননি, তবে তিনি নিজের ফিল্ডিং দিয়ে সকলের মন জিতেছেন। এদিনের ম্যাচে সিরাজকে সুপারম্যান হতে দেখা গিয়েছে। ম্যাচে অবাক করা ক্যাচ নিয়ে ভক্তদের মন জয় করেছেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন… 𓆉ভিডিয়ো: অস্ট্রেলিয়া দলে কতগুলো ‘হেড’ রয়েছে? মেয়ের প্রশ্ন শুনে অবাক রবিচন্দ্রন অশ্বিন!
💟 মার্কিন খেলোয়াড় নীতীশ কুমারের এই চমকপ্রদ ক্যাচ ধরেছেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলের হয়ে ১৫তম ওভার করতে আসেন টিম ইন্ডিয়ার বোলার আর্শদীপ সিং। এই ওভারের চতুর্থ বলে লেগ সাইডে পুল শট খেলেন নীতিশ কুমার। ১৩৩.২ কিমি/ঘণ্টা গতিসম্পন্ন এই বলটি ব্যাটে আঘাত করার পর অনেক উপরে উঠে যায়, যা মহম্মদ সিরাজের হাতে চলে যায়। সেই সময়ে ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়েছিলেন সিরাজ। বলটি লক্ষ্য করে অনেকটা পিছনে গিয়ে ভালো লাফ দিয়ে ক্যাচটি ধরেন তিনি। বাউন্ডারির ঠিক আগে পিছন দিকে ঝাঁপ দিয়ে দুর্দান্ত এই ক্যাচ নেন মহম্মদ সিরাজ। ২৩ বলে ২৭ রান করার পর খেলছিলেন নীতীশ কুমার। নীতীশ তার ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা মেরেছিলেন। সিরাজের এই দুর্দান্ত ক্যাচের ভিডিয়োটি কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মহম্মদ সিরাজের এই অসাধারণ ক্যাচের প্রশংসা করছেন ভারতীয় দলের ভক্তরা।
আরও পড়ুন… 🥃T20 WC 2024-এর মাঝেই ভারতের তারকা অলরাউন্ডারের অস্ত্রোপচার, মাঠের বাইরে থাকতে হবে তিন মাস
♔ নীতীশ কুমারের দুর্দান্ত ক্যাচ নেওয়ার আগে মার্কিন দলের অধিনায়ক অ্যারন জোন্সের ক্যাচটিও ধরেছিলেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলের হয়ে আট নম্বর ওভারটি করেন হার্দিক পান্ডিয়া। ওভারের দ্বিতীয় বলেই অ্যারন জোন্স পুল শট খেলেন, কিন্তু বলটি তার ব্যাটে ঠিকমতো লাগেনি। ডিপে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজের এই সহজ ক্যাচটি নেন এবং ১১ রানে উইকেট হন আমেরিকান দলের অধিনায়ক। এরফলে বল হাতে না হলেও ফিল্ডিং দিয়ে সকলের মন জেতেন নীতীশ কুমার।