ভিনু মানকড় ট্রফিতে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলার বিশাল ভাট্টি। এই টুর্নামেন্টে বাংলার বিশাল ভাট্টি নিজের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তবে টুর্নামেন্টে বিশাল ভাট্টির একটি প্রভাবশালী পারফরম্যান্সের পরেও দল শনিবার রাজকোটে চূড়ান্ত ল𝔍ড়াইয়ে গুজরাটের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছিল।
বিশাল ভাট্টি টুর্নামেন্টে ৫০.২৯ গড়ে ৩৫২ রান করেছেন। এছাড়াও তিনি ১১টা উইকেট শিকার করেছিলেন। ১১ বছর পর ভিনু মানকড় ট্রফির ফাইনালে উঠে ছিল বাংলা। দলটি পুরো টুর্নামেন্ট জুড়ে চমৎকার ব্র্যান্ডের ক্রিকেট খেলেছি🐟ল। কিন্তু ফাইনালে সেভাবে লড়াই করতে পারেনি। গোটা টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরা অবদান রেখেছিলেন।
আরও পড়ুন… ব্যথার সঙ্গে লড়াই করেও ১৩ উইকেট শিকার! কী করে এমন অস্বাভাবিক কাজ🌌 করলেন স্যান্টনার?
তবে ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলা ৩১.𒉰৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৩৭ রান করেন দেবাংশু পাখিরা। লক্ষ্য তাড়া করতে গিয়ে গুজরাট ২১.১ ওভারে বিনা উইকেটে ১০৫ রান করে। ফাইনাল বলে আলাদা চাপ নিতে মানা করেছিলেন দলের কোচ সৌরাশিস লাহিড়ী। এদিন চাপের মুখে ভেঙে পড়ে বাংলার তরুণ ক্রিকেটাররা। এদিন চাপ সামলাতে না পেরে ভিনু মানকড় ট্রফির ফাইনালে গুজরাটের কাছে বড় ব্যবধানে হেরে যায় বাংলার অনূর্ধ্ব-১৯ দল। গুজরাট ১০ উইকেটে জিতে খেতাব জিতে নেয়।
আরও পড়ুন… ভিডিয়ো: সতর্ক🌼 না হলেই, দুর্ঘটনা ঘটবে- বাইশ গজে কিউই ক্যাপ্টেনের এমন ভুল দেখে সকলেই অবাক
রাজকোটে প্✤রথমে ব্যাট করতে নেমে বাংলা অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন দুই ওপেনার বিশাল ভাট্টি এবং অঙ্কিত চট্টোপাধ্যায়। এদিনও দুই ওপেনার শুরুটা খারাপ করেননি। কিন্তু কেউই বড় রান করতে পারেননি। বিশাল ২১, অঙ্কিত ১৯ রানে আউট হন। অধিনায়ক চন্দ্রহাস দাস করেন ১৭ রান। এরপরই শুরু হয় ভাঙন। পরপর তিন ব্যাটার আউট হন ০ রানে। শেষদিকে দেবাংশু পাখিরা ৩৭ রান না করলে বাংলা ১০০ রানের গণ্ডিও পেরোতে পারত না। শেষমেশ ৩১ ওভার ৩ বলে ১০১ রানে অলআউট হয়ে যায়𝓰 বাংলা দল।
আরও পড়ুন… হাওয়া মোরগ! শুরুতে ওয়াশিংটনের নির্বাচন নিয়💎ে সমালোচনা, দিনের শেষে বদলে গেল গাভাসকরের সুর
জবাবে ব্যাট করতে নেমে কোনও রকম চাপে পড়েনি গুজরাট। মাত্র ২১ ওভার ১ বলে কোনও উইকেট না হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় গুজরাটের তরুণরা। ফলে ১১ বছর পর ভিনু মানকড় ট্রফি জয়ের স্বপ্ন অধরা থেকে গেল বাংলা দলের। ১১ বছর বাদে ভিনু মানকড় ট্রফির নকআউটে উঠেছিল বাংলা দল। গ্রুপ প💟র্ব থেকেই টিমটা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছিল। গ্রুপে শুধু মহারাষ্ট্রের কাছে হেরেছিল বাংলা। সেই মহারাষ্ট্রকে আবার কোয়ার্টার ফাইনালে দুমড়ে-মুষড়ে দিয়েছিল সৌরাশিস লাহিড়ীর ছেলেরা। সেমিফাইনালে তারা উড়িয়ে দেয় ছত্তিশগড়কে। প্রত্যাশা ছিল, ফাইনℱালে গুজরাটকে কঠিন লড়াই দেবেন বিশাল ভাট্টিরা। কিন্তু শেষ পর্যন্ত হতাশ করল বাংলার ছেলেরা।