বিরাট 🔥কোহলিকে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের কথা না শুনতে, যিনি তাঁকে একতে আসতে আসতে থ্রো করতে বলছেলিন। ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ ভারতীয় ক্রিকেটারদের একে অপরের সঙ্গে অভিনব ড্রিল সেশন করান। যেখানে তিনি দাবি করেন যে টিম বন্ডিং বৃদ্ধি পাবে ফিল্ডিং অনুশীলনের মধ্যেদ দিয়েই। সেখানে দেখা যায় বিভিন্ন পজিশনে ফিল্ডারদের রেখে সেখান থেকে রিলে থ্রো করতে থাকেন।
আরও পড়ুন-ভার🅷ত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতಞে চান…
ফিল্ডিং কোচ টি দিলীপের সেই ড্রিল সেশনে যে ফিল্ডার আগে থ্রো করবে, তাঁকে ১ পয়েন্ট করে দেওয়া হয়। এই ড্রিল সেশন ছিল রিলে থ্রোয়িং সেশন। অর্থাৎ একজন নয় ছিলেন একাধিক ক্রিকেটার, তাঁদেরই ভালো থ্রো করতে হত। এরই মধ্যে বಌিরাট কোহলিকে একজন বলেন, ‘কিপ ইট ইজি ’। এরপরই কোহলি বলেন, ‘ম্যায় কিউ কারুন,অর কম মারো উধার ’
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভার🌌তীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
ডিপ থেকে সরাসরি একটি লং থ্রো নেওয়ার পরিবর্তে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। যেখানে একজন ফিল্ডার বাউন্ডারি থেকে সামনে থাকা ফিল্ডারকে বল থ্রো করবে। তিনি, সেই বল উইকেটে মারবেন। প্রথমে ফাস্ট বোলারদের এই ড্রিলে ডাকা হয়েছিল, কারণ তাঁদের হাতের শক্তি বেশি হয়। এরপর বাকির༺াও যোগ দেন। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা উইকেটে হিট করেন, যা দেখে বেজায় খুশি হন টি দিলীপ।
আরও পড়ুন-IPL নিলা𓂃মে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
ভারতীয় দলের ফিল্ডিং কোচকে বলতে শোনা যায়, ‘আজকের এই ড্রিলটা খুবই সিম্পল ছিল। যেই আগে থ্রো করবে সে এক পয়েন্ট পাবে। আমরা আজকে এরকম অনুশীলন করেছি কারণ আমরা চেয়েছি এর মাধ্যমে ক্রিকেটারদের আরও কাছাকাছি আনতে। তাই আজকের অনুশীলনটা ছিল এটা বোঝার যে একজন ফিল🐓্ডার বাউন্ডারি থেকে ভিতরের ফিল্ডারকে কীভাবে বল থ্রো করে। তাই একটা লং থ্রোর বদলে আমরা চাই দুটো ফ্💖ল্যাট থ্রো। ’।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস🐼্ꦕতান ক্রিকেটে…
টি দিলীপ নিজের অনুশীলনের টেকনিক নিয়ে আরও বলছেন, ‘ আমরা আজকে এই অনুশীলনটা করেছি, বোঝার জন্য যে কোথায় ঠিক দাঁড়াতে হবে একজন ফিল্ডারকে, ডানদিকে না বামদিকে। যাতে কোনও ভাবেই সময় নষ্ট না হয়ে যায়। আর যে ফিল্ডাররা বাউন্ডারিতে ෴রয়েছে তাঁরাও জানবে, যে একজন ক্রিকেটার তাঁর জন্য অপেক্ষা করছে। যে বল সরাসরি হাতে বা উইকেটে মারত⛦ে পারবে’।