পার্থ টেস্টের প্রথম দিনটা ভালোই গেছে ভারতীয় দলের। দিনের শুরুটা যদি হয় অস্ট্রেলিয়ার, তাহলে শেষটা নিশ্চয় ভারতের। সৌজন্যে বোলাররা। আর এই ম্যাচই সাক্ষী থাকল মজাদার স্লেজিংয়ের। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ মানেই সেখানে স্লেজিং থাকা মাস্ট। সেটা যুগের পর যুগ ধরে চলে আসছে🐲। বিরাট কোহলি আসার পর এখন অজিদের ডেরায় বিরাটই বেশি দাদাগিরি করেন।
আরও পড়ুন-অ🅷জি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দা🥃মি হতে পারে যারা?
পার্থ টেস্টেই অস্ট্রেলিয়ার ইনিংস চলছিল। সেই সময় খেলছিলেন মার্নাশ ল্যাবুশেন। ভারতীয় ক্রিকেট দল অনেকক্ষণ ধরেই বোলিং করে যাচ্ছিল তাঁকে। অপর এন্ড থেকে অবশ্য উইকেট পড়তেই থাকছিল। ল্যাবুশেনেরে ধীর গতির ব্যাটিং দেখে কিছুটা বির༺ক্ত হয়ে যান বিরাট কোহলি। তিনি স্লেজিং শুরু করেন অজি অলরাউন্ডারকে।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর ক🦩ারা দামি?
হবে নাই বা কেন, একা মার্নাস ল্যাবুশেন খেলেছেন ৫২টি বল। একজন ব্যাটার এই বল খেলত꧙েই পারে, কিন্তু কত রান করেছেন তিনি সেটা জানেন কি? ল্যাবুশেন করেছেন মাত্র ২ রান। তা দেখেই কিছুটা বিরক্ত হয়ে ল্যাবুশেনের কাছে গিয়ে বিরাট কোহলি জিজ্ঞাসা করেন তাঁর কাছে আদৌ ব্যাট আছে রান করার জন্য, এর কিছুক্ষণ পর অবশ্য তি✨নি আউট হয়ে যান।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার!♎ এবꦅার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। যদি মার্নাস ল্যাবুশেনের আজকের খেলা দেখা যায় তাহলে দেখা যাবে উনি😼 প্রায় সব বলই ছেড়ে দিয়েছেন। আর যে বলগুলি তিনি খেলেছেন, সেগুলো সরাসরি তাঁর গায়ে লাগছিল। নাহলে তিনি সেগুলো হয়ত খেলতেন না, বরং ছাড়তেন অথবা ডিফেন্সই করতেন। একঝলকে সেই ভিডিয়ো।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেল꧑তে চান…
এদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দেন জসপ্রীত বুমরাহ, তিনি একাই তুলে নেন চার উইকেট। জো🔯ড়া উইকেট নেন মহম্মদ সিরাজও। অভিষেক হওয়া নবাগত পেসার হর্ষিত রানা নেন একটি উইকেট। তিনি আউট করেন ট্রাভিস হেডকে। জোড়া ওপেনারকেই ফেরান বুমরাহ। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৬৭।