বারবার স্পিনারদের সামলাতে ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি। সেটা বা💎ংলাদেশ হোক বা নিউজিল্যান্ড, কিছুতেই যেন ঠিক হচ্ছে না এই অসুখ। পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১ রানে আউট হতেই আবার তাঁকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। শুক্রবার মিচেল স্যান্টনারের বলে ১ রানে ক্লিন বোল্ড হয়ে যান বিরাট কোহলি। এইভাবে আউট হওয়া যেন বরাবরের স্বভাব হয়ে গেছে কোহলির কাছে, বিশেষত এশিয়ান কন্ডিশনে। ২০২১ সাল থেকে এশিয়ায় ২৬ ইনিংসে মোট ২১ বার স্পিনের বিরুদ্ধে খেলতে গিয়ে আউট হয়েছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান করা বিরাটের সঙ্গে ঠিক মানানসই না এই পরিসংখ্যান।
এর আগে বেঙ্গালুরুতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অনেকটা একই ভাবে আউট হতে দেখা যায় বিরাটকে। সেইবার কিউয়ি স্পিনার গ্লেন ফিলিপসের বলে আউট হন তিনি। প্রথম টেস্টে ভারত, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছিল। আরও একবার পুণেতে দ্বিতীয় টেস্টেও বেকায়দায় টিম ইন্ডিয়া। অন্যদিকে ২১ বারের মধ্যে ১০ বার বিরাট বাঁ-হাতি অর্থডক্স বোলারদের বিরুদ্ধে খেলতে গিয়ে আউট হয়েছেন, এই ক্ষেত্রে বিরাটের ব্যাটিং গড়𓆉 ২৭.১০। এই একই সময়কালে এশিয়ান কন্ডিশনে বিরাট কোহলি স্পিনারদের বিরুদ্ধে ৬০৬ রান করেছেন, গড় ২৮.৮৫।
দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ২৫৯ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। ভারতের হয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এরপরে অনেকেই ভেবেছিল এই টেস্টে নিজেদের আধিপত্য বিস্তার করবে রোহিতরা। কিন্তু ব্যাট করতে নেমে হতাশ করেন বিরাটরা। শুধু একা কোহলি নয়, ফর্মের ধারে কাছে নেই অধিনায়ক রোহিত শর্মা। মিচেল স্যান্টনারের বল সামলাতে ব্যর্থ হন সরফরাজ-ঋষভরাও। মাত্র ১৫৬ রানে ꦡঅলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এরপর ১০৩ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে 🍃তাদের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৯৮, লিড বেড়ে হয়েছে ৩০১।
প্রসঙ্গত, বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও পরাজিত হয়েছিল ভারত। সেখানেও প্রথম ইনিংসে লজ্জাজনক ভাবে ৪৬ রানে অলডাউন হয়ে গেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে যদিও কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল ঋষভ পন্ত এবং সরফরাজ খান। তবে কাজে আসেনি সেই প্রচেষ্টা। ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এখন পুণেতেও দ❀্বিতীয় টেস্টে চালকের আসনে তারা।&nb♔sp;