বিরাট কোহলি কি ফের অধিনায়কত্ব করবেন? বিরাটের হাতেই কি আবারও রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে? আচমকা এমনই জল্পনা শুরু হল। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর রিটেনশন চ্যাটার অনুষ্ঠানে সঞ্চালক জানান, বিরাট আরসিবির অধিনায়ক হতে আগ্রহী। গত কয়েক বছরে যেমন বিরাট অধিনায়কত্ব করতে চাননি, এবার বিষয়টা সেরকম নয়। অধিনায়কত্ব করতে ভারতীয় তারকার কোনও আপত্তি নেই। তবে তিনিই যে অধিনায়ক হচ্ছেন, এমন কোনও নিশ্চয়তা মেলেনি। আরসিবির হাতে সেই বিকল্প থাকছে। আরসিবি চাইলে বিরাটকে অধিনায়ক করতে পারে। কারণ বিরাট নিজে আগ্রহ প্রকাশ করেছেন বল𝄹ে জানান সঞ্চালক। যদিও বিষয়টি নিয়ে আরসিবির তরফে আপাতত কিছু জানানো হয়নি।
কিন্তু ফ্যাফের কী হবে? তাঁকে ছেড়ে দেবে RCB?
শিরোপা না জিতলেও তিনবারের মধ্যে দু'বার আরসিবিকে প্লে-অফে তুলেছেন ফ্যাফ ডু'প্লেসি। ২০২২ সাল এবং ২০২৪ সালে আইপিএলের প্লে-অফে উঠেছিল আরসিবি। তা সত্ত্বেও আইপিএলে🔯র মেগা নিলামের আগে সম্ভবত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকাকে রিটেন করা হবে না বলে মনে করছে একটি মহল।
ওই মহলের মতে, ফ্যাফকে রেখে দিতে যে পরিমাণ টাকা লাগবে, সেটা অনেকটা বেশি বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থ🍎িতিতে তাঁকে সম্ভবত রিটেন করবে না আরসিবি। তারপর꧒ প্রয়োজন মতো আইপিএলের নিলাম থেকে তাঁকে ফের দলে নেওয়া হতে পারে। যদি ফ্যাফকে নিলামে না নেওয়া যায়, তাহলে বিরাটকে অধিনায়ক করার রাস্তা খোলা থাকছে আরসিবির সামনে।
আর কতদিন IPL খেলবেন বিরাট?
বিষয়টি নিয়꧋ে আরসিবির তরফে কোনও মন্তব্য করা না হলেও এই মুহূর্তে বিরাটকে অধিনায়ক করা ঠিক হবে কিনা, তা নিয়েও কেউ-কেউ ধন্দে আছেন। কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তি๊নি অবসর নিয়ে ফেলেছেন। কতদিন আইপিএল খেলবেন, সেটাও স্পষ্ট নয়।
আরও পড়ুন: Glenn Maxwell: চোট নিয়ে ব্যঙ্গ, ম্যাকꦑ্সওয়েলকে ইনস্🌌টাগ্রামে ব্লক করে দিয়েছিলেন বিরাট!
সপ্তাহখানেকের মধ্যেই তাঁর বয়স ৩৬ হয়ে যাবে (৫ নভেম্বর জন্মদিন)। সেক্ষেত্রে ২০২৭ সালের আইপিএলের ꦐসময় তাঁর বয়স ৩৯ ছুঁইছুঁই হবে। ফিটনেস নিয়ে সমস্যা না হলেও ওই বয়সে বিরাট আইপিএল খেলতে চাইবেন কিনা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। সেই পরিস্থিতিতে বিরাটকে যদি ফের ক্যাপ্টেন করা হয়, তাহলে একটা মরশুমের জন্য করা হবে নাকি ২০২৫ সাল থেকে ২০২৭ সালের জন্য করা হবে, সেইসব বিষয় নিয়ে ধন্দ আছে একটি অংশের মনে।
বিরাট ক্যাপ্টেন হচ্ছেন? এটাই কোটি টাকার প্রশ্ন
অপর অংশের মতে, সেই ব্যাপারটা ধন্দের কোনও প্রশ্নই নেই। বিরাট যেমন খেলোয়াড়, তাতে তিনি নিজেই ওইসব বিষয়গুলি স্পষ্ট করে দেবেন। ফলে আরসিবি ম্যানেজমেন্টের কাছেও স্বচ্ছ ধারণা থাকবে। কিন্তু আপাতত কোটি টাকার প্রশ্😼নটা হল যে বিরাট কি ফের আরসিবির অধিনায়ক হবে✅ন?