বিরাটের ৩০তম টেস্ট শতরান
অবশেষে তিনি ফিরলেন রাজার মতোই। পার্থের মাটিতে দাঁড়িয়েই টেস্টে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে শতরানের নিরিখে টপকে গেলেন কিং🥂 কোহলি। তাঁর নামের পাশে এখন ৩০টি টেস্ট শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদম চেনা বিরাটকেই দেখা গেল। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, যাতে কানায় লেগে বা ভুল শট না খেলে ফেলেন। তবে কোহলি ভুল করেননি, নিজের ক্লাস দেখিয়েই করলেন শতরান।
আরও পড়ুন-ভারত মনে রাဣখেনি তো ⛄কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
বিরাটের সিক্সারে চোট
বিরাট কোহলি এদিন শতরান করার আগে খেলছিলেন বেশ ফিলগুড মেজাজে। একদম আল্ট্রা ডিফেন্সিভ মোডে একদমই নিজেকে আটꦚকে রাখেননি। ইনিংসে মারেন ৮টি চার, দুটি ছয়। আর তাঁর মধ্যেই একটি ছয় গিয়ে লাগে মাঠেরই এক নিরাপত্তারক্ষীর মাথায়। সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বিরাট কোহলি খেলা থামিয়ে দেন।
আরও পড়ুন-অজি💦 স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে ♒দামি হতে পারে যারা?
নিরাপত্তারক্ষীর মাথায় লাগে বল
ঘটনাটি ঘটে ১০১তম ওভারের পঞ্চম বলে। মিচেল স্টার্ক বোলিং করছিলেন। বিরাট কোহলিকে একꦛটি অফ স্টাম্পের কাছে বোলিং করেন। বিরাট কোহলি এর আগে ধৈর্য্য ধরে থাকলেও এই বলটা পেয়ে নিজেকে সামলাতে পারেননি। শটের টাইমিং এতটাই ভালো ছিল যে থার্ড ম🙈্যানের ওপর থেকে ছয় হয়ে যায়। এরপরই বল গিয়ে লাগে নিরাপত্তারক্ষীর মাথায়, যাকে বেশ ব্যথা পেতে দেখা যায়। ফিল্ডাররাও দৌড়ে যান।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর ♒⭕কারা দামি?
লিয়ন দৌড়ে যান তাঁর কাছে
আসলে সেই নিরাপত্তারক্ষী দর্শকদের♈ ওপর নজর রাখায় তিনি বলের দিকে তাকাতে পারেননি। আর ছয়ের পর বাউন্স খেয়েই সেই বল লাগে তাঁর মাথায়। নাথান লিয়ন সঙ্গে সঙ্গে তাঁর কাছে যান। খেলাও কয়েক মূহূর্তের জন্য থেমে যায়। বিরাট কোহলিও হাত দিয়ে অঙ্গভ🐼ঙ্গী করে জানতে চান সেই ভদ্রলোক ঠিক আছেন কিনা। অস্ট্রেলিয়ান ফিজিও ছুটে আসেন তাঁর শুশ্রুষা করতে, যিনি প্রাথমিকভাবে বিষয়টিতে একটু ধাক্কা খেয়েছিলেন।
আরও পড়ু💞ন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিꦬং কোচ পাকিস্তান ক্রিকেটে…
সিকিউর𝕴িটি পার্সনালদের ওপর সবসময় নির্দেশই থাকে দর্শকদের দিকে তাকিয়ে থাকার জন্য। যাতে কেউ কিছু ছুঁড়তে না পারে। এক্ষেত্রে তিনিও তাই করছিলেন। সেই কারণেই সরাসরি বল লাগে তাঁর মাথায়। যদিও আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। শেষ পর্যন্ত বিরাট কোহলি শতরান করেন। ভারত অস্ট্রে🗹লিয়ার সামনে লক্ষ্যমাত্রা খাড়া করে ৫৩৩ রানের।