বিশ্বক্রিকেটে ব্যাট তাঁর যেমন চলত আজ থেকে ১৫ বছর আগে, এখনও খেলার মাঠ থেকে দুরে গেলেও মুখ তেমনই চলছে। তিনি ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য বীরেন্দ🌞্র সেহওয়াগ। যাকে বোলিং করতে আসার আগে নিজেদের কেরিয়ারের সেরা ফর্মে থাকা গ্লেন ম্যাকগ্রা বা ব্রেট লিও দুবার ভাবতেন। কারণ সেই সময় ওপেনিংয়ে যেদিন সেহওয়াগের মুড ভালো থাকত, সেদিন কপালে বেজায় দুঃখ থাকত বোলারদের। নাহলে ১৯৫ রানের মাথায় কেউ ছয় মারতে গিয়ে আউট হওয়ার পর বলতে পারে না,' ইশ.. আমার ছয়টা মিস হয়ে গেল'। এমনই সিংহহৃদয় বীরুর। সেই সেহওয়াগই সম্প্রতি বিগ ব্যাশ লিগে কম পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছিলেন। এবার প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে কথা বলতে গিয়ে সেহওয়াগ ভাগ করে নিলেন স্কাই স্পোর্টস চ্যানেলের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা।
আরও পড়ুন-IPL 2024-ইডেনে এসেও বল করলেন না স্টার্ক!পরের ম্যাচে কি নিজের পুরꦚোনো অস্ত্রকে নামাবেন গম্ভীর?
নজফগড়ের নবাব নামটা যে শুধুই মজা করে দেওয়া নয়, তাঁর মেজাজ যে সত্যিই নবাবের মতো, সেটাই বারবার প্রমাণ করে দেন বীরু। সম্প্রতি অস্ট্রেলিয়াকে গরিব দেশ বলেছিলেন। অতীতে বহু ক্রিকেটার মুখౠ খুলেছিলেন আইপিএলের আগে অস্ট্রেলিয়ানদের ব্যবহার নিয়ে। সেই সময় তাঁরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করতেন না। কিন্তু আইপিএলের টাকার ছড়াছড়ি দেখে তাঁরাও এখন ভারতীয়দের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখে। এরই মধ্যে স্কাই স্পোর্টসের তরফে তাঁর কাছে বিশ্লেষক হওয়ার প্রস্তাবে তিনি কীভাবে সাড়া দিয়েছ✱িলেন, তাই জানালেন বীরু।
আরও পড়ুন-IPL 2024-‘আমি গিরগিটি নই’,ꦦ হঠাৎ কেন একথা বললেন আক্রম? 🥂ফাঁস করলেন গৌতির কুসংস্কার
সেগওয়াগ বলছেন, তাঁর কাছে স্কাই স্পোর্টসের তরফে ফোন আসার পরই তিনি জানিয়ে দিয়েছিলেন, তাঁর সার্ভিস পাওয়া সম্ভব হবে না সেই সংস্থার, কারণ তাঁর চড়া দাম। অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে মজাদার এক সাক্ষাৎকার দিতে গিয়ে বীরু বলছেন,🌠 ‘ ওরা আমায় ফোন করে বলল, আমরা আমাদের প্যানেলে তোমায় নিতে চাই। কিন্তু আমি বললাম যে আমার আর্থিক চাহিদা তোমাদের দেওয়ার সাধ্য নেই। তখন ওরা আমার কাছে জানতে চাইল, কত আমার চাহিদা?’।
বিগ ব্যাশ লিগে ভারতীয়দের খেলা প্রসঙ্গে বলেছিলেন সেহওয়াগ, যে বিবিএলের তুলনায় আইপিএল অনেক ধনী। তাই ভারতীয়রা সেখানে খেলতে যাবে না। এবার ভারতের ২০০ বছর শাসন করা ইংরেজদেরই এক চ্যানেলকেও সেহওয়াগ বুঝিয়ে দিলেন ভারতীয়দের দাম তাঁদের সাধ্যের বাইরে। তাঁর এই ভিডিও বিশাল🥃 ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
আরও পড়ুন-IPL - ‘আমি অনুরোধ করেছিলাম, কিন্তু ও শোনেনি’, উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?-ভিডিয়♒ো
এরপর বীরু প্রকাশ্যে আনেন তাঁর প্যানেল বিশ্লেষণের দাম। গিলক্রিস্টদের গল্প করতে করতে সেহওয়াগ বললেন, ‘ আমি বললাম তোমরা পারবে না, তাও আমার থেকে জানতে চাইল। তখন আমি বললাম ঠিক আ🌃ছে ১০০০০ গিবিপি(ভারতীয় মূল্য ১০.৫ লাখ) একদিনের জন্য। এরপর ওরা স্বীকা♎র করে নিল, যে এটা দিতে পারবে না’।