সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর প্রথম হোম এবং অ্যাওয়ে সিরিজে ভালো ফল করতে সফল হয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বজয়ী দল অস্ট্রেলিয়াকে বধ করার পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদেরও জয় রুখতে সফল হয়েছে রোহিত শর্মা ও তাঁর বাহিনী। এবার 'মেন ইন ব্লু'র সামনে রয়েছে 'মিশন আফগানিস্তান'। দেশের মাটিতে হাসমতউল্লাহ শাহিไদীদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা। তবে সিরিজে ভিলেন হয়ে দাঁড়ানো সম্ভাবনা রয়েছে কুয়াশা। ঠিক এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া রিপোর্ট থেকে। মোহালিতে ম্যাচ প্রসঙ্গ𝄹ে এক সাক্ষাৎকারে হেড কিউরেটর রাকেশ কুমার জানিয়েছেন যে বিগত কয়েকদিনে তুলনায় কুয়াশা অনেকটাই কমেছে এবং শিশির নিয়ে কোনও রকমের সমস্যা হলে তার জন্য ব্যবহার করা হবে বিশেষ কেমিক্যাল।
তিনি বলেন, 'পিসিএ এর আগে বহু ঘরোয়া ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে। তবಌে সবকটি খেলা হয়েছে দিনের আলোতে। ত🎉বে বিগত কয়েকদিন ধরে যা অবস্থা আমরা এখানে দেখছিলাম, সেদিক দিয়ে দেখতে গেলে কুয়াশার পরিমাণ অনেকটাই কমে গেছে। রইল কথা শিশির নিয়ে সমস্যা, তাহলে তার জন্য রয়েছে বিশেষ আসপা কেমিকাল যেটি আমরা আজ থেকেই ব্যবহার করা শুরু করবো। এটা এর আগেও অনেকবার ব্যবহার করা হয়েছে এবং সত্যি বলতে গেলে এর থেকে আমরা অনেক লাভও পেয়েছি।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে তিনি আর দাবি করেন যে শীতকালে মোহালি পিচে ভালো সুবিধা পায় পেস বোলাররা। তিনি বলেন, 'দেখুন আপনি যদি কুয়াশা নিয়ে কথা বলেন, তাহলে আমি এটাই বলবো যে এই বিষয়টা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। 🀅এগুলো আমাদের হাতে একেবারেই নেই। তবে এই মুহূর্তে আমরা জল দেওয়া বন্ধ করে দিয়েছি। এর পেছনে একটাই কারণ যে আগামীকাল ম্যাচ চলাকালীন যেন মাঠে বাড়তি ময়েশ্চার খেলোয়ারদের জন্য সমস্যা না তৈরি করে। তবে দিনের শেষে একটাই কথা বলবো যে এটা আমা🐲দের সৌভাগ্য যে পিসিএ তিন মাসের মধ্যে আরও একটি বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার সুযোগ পেয়েছে। মোট ১১ জন ব্যক্তি লাগাতার কঠোর পরিশ্রম করে চলেছে ম্যাচটিকে সফলভাবে আয়োজিত করার জন্য।'
প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দু'জনেই। দীর্ঘদিন বাদে দেখা যাবে টিম ইন্ডি🐎য়ার দুই তারকা ব্যাটারকে।