শুভব্রত মুখার♓্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দুই ক্রিকেটার গৌতম গমꦏ্ভীর এবং আশিস নেহরা। সতীর্থ হওয়ার পাশাপাশি তাঁরা খুব ভালো বন্ধুও বটে। ঘরোয়া ক্রিকেটে দুই জনেই দিল্লির হয়েও খেলতেন। দু'জনেই এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে দু'জনেই যুক্ত রয়েছেন আইপিএলের সঙ্গে। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স দু'বার আইপিএলের শিরোপাও জিতেছে। এবার কেকেআরের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই গৌতম গম্ভীর ক্রিকেটার হিসাবে কেকেআরের হয়ে খেলার সময়ে ঘটে যাওয়া এক অজানা কাহিনী শোনালেন।
আরও পড়ুন: দ্রাবিড়ের মেয়াদ𝓀 বাড়ানো হয়েছে, অথচ চুক্তি হয়নি, কারণ কী? মুখ খুল🥃লেন BCCI সচিব
২০১৪ সালের আইপিএলে ব্যাট হাতে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না গম্ভীর। ওই আইপিএলের মরশুমে গম্ভীর তিনটি 'ডাক' করেছিলেন। অর্থাৎ শূন্য রানে আউট হয়ে যান। আর গম্ভীরের এই ঘটনাকে কার্যত উদযাপন করতে নাকি টিম হোটেলে মজা করেই ডাক অর্থাৎ হাঁস অর্ডার করেছিলেন আশিস নেহরা! এবার এমন অজানা কাহিনীই শুনিয়েছেন গৌতম গম্ভীর। টিম হোটেলে রাতের ডিনারে নেহরা হাঁস অর্ডার করেন। গম্ভীরকে বলেন তুমি যদি পরের ম্যাচে শূন্য রানে আউট হতে না চাও ღতাহলে এই হাঁসটা খেয়ে নাও।
আরও পড়ুন: প্রোটিয়া সফরে এখনও দলের সঙ্গে যোগই দেননি দীপক চাহার, হয়তো ꧃পাওয়া যাবে না পুরো সিরিজেই
সংবাদসংস্থা এএনআইয়ের এক পডকাস্টে গৌতম গম্ভীর বলেন, ‘ডিনার টেবলে আমরা সবাই বসেছিলাম। ৪-৫ ꧒জন দিল্লিꩲর ক্রিকেটাররা আমরা বসেছিলাম ডিনার টেবলে। আশিস নেহরা হাঁস অর্ডার করে। আমাকে বলে রাতের ডিনারে ওই হাঁসটা খেয়ে নিতে। ওই হাঁসটা নাকি না খেলে, আমি পরের ম্যাচেও ডাক করব! আমি এর পরে ওই হাঁসটা চেখে দেখেছিলাম। পরের ম্যাচে ঘটনাচক্রে আমি শূন্য রানে আউট হইনি। আমি পরের ম্যাচে এক রান করে আউট হয়ে যাই। ওই ম্যাচের পরে আমাকে নেহরা মেসেজও করেছিল।’