আইপিএল নিলামের আগে নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ফিল সল্ট। আইপিএল নিলামের ঠিক পরেই নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের দ্বিতীয় শতরান করেন ইংল্যান্ডের উইকেটꦛকিপার-ব্যাটার। অথচ ১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ব্রিটিꦜশ তারকাকে নিলাম থেক দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল নিলামে উপেক্ষিত ফিল সল্ট বৃহস্পতিবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন এক রেকর্ড গড়ে ফেলেন। তিনি ভেঙে দে🅰ন পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের বিশ্বরেকর্ড।
আꦯসলে ছেলেদের কোনও দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-২০ সিরিজে সব থেকে💙 বেশি ব্যক্তিগত রান সংগ্রহের সর্বকালীন নজির গড়েন সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২টি শতরান-সহ ৮২.৭৫ গড়ে ৩৩১ রান সংগ্রহ করেন তিনি।
ফিল সল্টের আগে কোনও দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-২০ সিরিজে ৩০০ রানের গণ্ডি টপকেছিলেন কেবল রিজওয়ান। তিনি ২০২২ সাল🍃ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের ৬টি ইনিংসে ব্যাট করে ৬৩.২০ গড়ে ৩১৬ রান সংগ্রহ করেন। এবার ৫টি ইনিংসে ব্যাট করেই পাক 🌃তারকাকে ছাপিয়ে গেলেন সল্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে সল্টের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. প্রথম টি-২০ ম্যাচে ২০ বলে ৪০ রান করেন সল্ট।
২. দ্বিতীয় টি-২০ ম্যাচে ২৩ বলে ২৫ রান করেন সল্ট।
৩. তৃতীয় টি-২০ ম্যাচে ৫৬ বলে ১০৯ রান করে নট-আউট থাকেন সল্ট।
৪. চতুর্থ টি-২০ ম্যাচে ৫৭ বলে ১১৯ রান করেন সল্ট।
৫. পঞ্চম টি-২০ ম্যাচে ২২ বলে ৩৮ রান করেন সল্ট।
একটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে সব থেকে বেশি ব্যক্তি🧸গত রান সংগ্রহের নিরিখে তালিকার তৃতীয় স্থানে পিছলে যান নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান। তিনি ২০২৩ সাল🦄ে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের ৫টি ইনিংসে সাকুল্যে ২৯০ রান সংগ্রহ করেন।
তালিকার চার নম্বরে পিছিয়ে যান পাকিস্তানের আরও এক তারকা বাবর আজম। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে𓃲র ৭টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ২৮৫ রান 𒀰সংগ্রহ করেন বাবর।
দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-২০ সিরিজে সব থেকে বেশি ব্যক্তিগত রান:-
১. ফিল সল্ট- ৩৩১ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩)।
২. মহম্মদ রিজওয়ান- ৩১৬ (বনাম ইংল্যান্ড, ২০২২)।
৩. মার্ক চাপম্যান- ২৯০ (বনাম পাকিস্তান, ২০২৩)।
৪. বাবর আজম- ২৭৫ (বনাম ইংল্যান্ড, ২০২২)।