মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার মহিলা দলের কাছে আট উইকেটে হেরে গিয়েছে ভারতীয় মহিলা দল। এদিন ইতিহাস গড়েছে শ্রীলঙ্কার মহিলা দল। শ্রীলঙ্কার মহিলা দল ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপের ট্র🅠ফি দখল করে। এদিকে এশিয়া কাপ হেরে ভেঙে ♏পড়ে টিম ইন্ডিয়া।
ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা দলের বোলিং এবং ফিল্ডিং খুবই খারাপ ছিল। যার জেরে দলকে ৮ উইকেটে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে। একইসঙ্গে ফাইনাল ম্যাচে হারের পর হারের কারণও ব্যাখ💙্যা করেছেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।
কী বললেন হরমনপ্রীত কৌর?
ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এশিয়া কাপ ২০২৪-এর ফাইনালে হারের পর ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় বলেছিলেন, ‘আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ক্♓রিকেট খেলেছি এবং কোনও সন্দেহ নেই যে আমরা আজ অনেক ভুল করেছি এবং তারই পরিণতি ভোগ করতে হচ্ছে। এটা একটা ভালো স্কোর ছিল। আমরা পাওয়ারপ্লেতে সাফল্য খুঁজছিলাম। কিন্তু এটা পরিকল্পনা অনুযায়ী হয়নি এবং শ্রীলঙ্কা সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর আরও বলেন, ‘আসন্ন বিশ্বকাপের জন্য আমরা কিছু ক্ষ🎃েত্রে উন্নতি করতে চাই। আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব এবং এই দিনটিকে মনে রাখব। ওরা এতদিন ধরে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং এই টুর্ꩵনামেন্ট জুড়েও ওরা ভালো ক্রিকেট খেলেছে।’
আরও পড়ুন… INDW vs SLW Live♑ Match: ভারতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপে ইতিহাস গড়ল শ্রীলঙ্কা
এদিনের ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর মাত্র ১১ রান করতে পারেন। মহিলা এশিয়া কাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বিশেষ কিছু করতে পারেননি এবং ১১ বলে মাত্র ১১ রান কর✨েন তিনি। যে কারণে ফাইনাল ম্যাচে বিশাল স্কোর করতে পারেনি টিম ইন্ডিয়া। এছাড়াও এই ম্যা𝓀চে হর্ষিথা সমরাবিক্রমের একটি সহজ ক্যাচও ফেলেছিলেন তিনি। যদি সেই সময়ে সমরাবিক্রমের ক্যাচটি হরমনপ্রীত ধরতে পারতেন তাহলে ম্যাচের ফল অন্য হতেই পারত।
আরও পড়ুন… কেমন হল ইস্টবেঙ্গল দল?ꦯ ডুরান্ড কাপ ও নেক্সট জেন কাপের আগে♌ দেখে নিন লাল হলুদ ব্রিগেডকে
প্রথম এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা
আমরা আপনাকে বলি যে শ্রীলঙ্কার মহিলা দল এশিয়া কাপ ২০২৪-এ আশ্চর্যজনকভাবে পারফর্ম করেছে। যে কারণে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এর আগে দলটি ৬ বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে এবং এই সময়ে সব ফাইনাল ম্যাচেই পরাজয়ের মুখে পড𝓀়তে হয়েছে দলটিকে। কিন্তু এবার ভারতীয় মহিলা দౠলকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি দখলে সফল হয়েছে দলটি।