দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং আফগানিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। আজ দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। গত ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যর্থ হলেও, দুর্দান্ত পারফরম্যান্স করেন কেএল রাহুল এবং বিরাট কোহলি। এই দুই ব্যাটারের বড় রানে ভর করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। সেই ম্যাচে শুধু এই দুই ভারতীয় ব্যাটাররাই নন। একই সঙ্গে দুর্দান্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। ২ উইকেট নেন 🐻বুমরাহ এবং তিন উইকেট নেন জাড্ডু।
বুধবার দিল্লিতেও, সেই ধারাবাহিকতা বজায় রাখলেন বুমরাহরা। এদিন আফগানদের প্রথম উইকেটটা ত💧িনি তুলে নিলেন। আর সেই সঙ্গে তিনি এমন একটি সেলিব্রেশন করলেন, যার সঙ্গে মিল রয়েছে এক নামকরা ফুটবলারের। না তবে ক্রিশ্চিয়ান♓ো রোনাল্ডো বা লিওনেল মেসি কারোর মতো নয়। তিনি সেলিব্রেশন করলেন মার্কাস রাশফোর্ডের মতো।
এদিন ৬.৪ ওভারের মাথায় আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেন বুমরাহ। ক্যাচ🌸 ধরতে ভুল করেননি রাহুল। ম্যাচের প্রথম উইকেট তুলে নেওয়ার পর মাথায় এক আঙুল দিয়ে সেলিব্রেশন করেন। ঠিক যেন মনে হতেই পারে দিল্লিতে খেলা দেখতে এসেছেন বা মাঠে রয়েছেন রাশফোর্ড। তাঁকে দেখেই এমন সেলিব্রেশ🤡ন। তবে তেমনটা একেবারেই নয়। ইব্রাহিমের উইকেট নেওয়ার পর বুমরাহর এই সেলিব্রেশনই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, রাশফোর্ড নিজেও বুমরাহর সেলিব্রেশনের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন ভারতীয় পেসারকে ট্যাগ করে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ওপেন করতে নামেব ইব্রাহিম জাদরান এবং রহমনউল্লাহ গুরবাজ। তবে এই দুই ক্রিকেটারই ফিরে যান। গুরবাজ পান্ডিয়ার বলে ২১ এবং ইব্রাহিম ২২ রান করে ফিরে যান বুমরাহর বলে। এখনও পর্যন্ত ওডিআইতে ভারতের বিরুদ্ধে জিততে পারেনি আফগানরা। আজ ভারতকে হারিয়ে ইতিহাস রচনা তারা করতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। তব🐭ে এই ম্যাচের শুরুতেই বুমরার এই উইকেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আজকের ম্যাচ জিততে পারলে ভারত এই নিয়ে পরপর দুই ম্যাচ জিতবে। তবে খেলার গতি প্রকৃতি দেখে এটা বলার অপেক্ষা রাখেন না, টিম ইন্ডিয়াকে আফগানরা মোটেই ছেড়ে কথা বলবে না। কারণ তারা বেশ ভালোই খেলছে।