শুভব্রত মুখার্জি: চলতি ওয়ানডে বিশ্বকাপ শেষ হলেই দেশের মাটিতে ভারতীয় দল টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। ইতিমধ্যেই সেই সিরিজের জন্য দল ঘোষণাও করে দিয়েছে অস্ট্রেলিয়া দল। দলকে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী🦋কালীন অধিনায়ক কিপার ব্যাটার ম্যাথিউ ওয়েড। সেই ওয়েডের গলাতেই নিজেকে নিয়ে শোনা গিয়েছে আশঙ্কার সুর! দেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ম্যাথিউ ওয়েড নিশ্চিত নন যে,𓆏 ২০২৪ সালে আসন্ন টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা! বিশেষ করে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার পুরুষদের সিনিয়র ক্রিকেটে বেশ কয়েক জন ভালো কিপার ব্যাটার উঠে আসার ফলেই এই আশঙ্কা প্রকাশ করেছেন ওয়েড, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: আমার পেশাদারিত্বের অওভাব ছিল- নিজের সম্পর্কে কোহলির সাফ স্বীকারোক্তি
চলতি ওডিআই বিশ্বকাপে অজিদের হয়ে কিপার ব্যাটারের দায়িত্ব সামলাচ্ছেন জোশ ইংলিস। এছাড়াও রয়েছেন অ্যালেক্স ক্যারির মতন স্কিলফুল একজন কিপার ব্যাটার। ২০২৪ সালের চার জুন শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তার আগেই ম্যাথিউ ওয়েডের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের বিরুদ্ধে অজিদের টি-২০ সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এই সিরিজের স্কোয়াডে অজিরা দুই কিপার ব্যাটার ওয়েড এবং ইংলিসকে দ💦লে রেখেছে।
আরও পড়ুন: আফগানিস😼্তানের সাফল্যের নেপথ্যে গুজরাট মডেল! জানেন কী বিষয়টা?
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ ওয়েড বলেছেন, ‘আমাদের সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। আর কয়েক মাস পরেই শুরু হবে শিরোপার লড়াই। ওই বিশ্বকাপে আমি দেশের এক নম্বর কিপার হয়ে খেলতে যাব কিনা, আমি নিশ্চিত নই। আমাকে নিলেও কিপার না ব্যাটার, নাকি উভয় হিসাবেই রোলে খেলাবে তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি নিশ্চিত নই যে, 🃏বিষয়টি নিয়ে কোচ এবং নির্বাচকরা আদৌ ভেবেছেন কিনা। তবে যাই হোক না কেন, আমি ওডিআই বিশ্বকাপে খেলতে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে রয়েছি। যদি দলের হয়ে সাত নম্বরে কিপার ব্যাটার হিসাবে খেলানো হয়, তাহলে আমি বিশ্বাস করি এই পজিশনে খেলার বিষয়ে আমি অন্যদের থেকে এগিয়ে থাকব। তাই এখন আঙ্গুল জড়িয়ে চুপ করে বসে থাকা ছাড়া উপায় নেই। আমি আশা করছি, আমি বিশ্বকাপে খেলার সুযোগ পাব।’