বিশ্বকাপের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। শুধু ওয়ান ডে ফর্ম্যাটেই নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের তিনꦗ ফর্ম্যাটেই আর জাতীয় দলকে নেতৃত্ব দেবেন না বলে জানিয়ে দিলেন বাবর।
বুধবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বাবর আজম। যদিও তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ক্যাপ্টেন্সি ছাড়লেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের হয়ে তিন ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাবেন। নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন ক্যাপ্টেন ও দলক🐼ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন বলেও জানিয়েছেন বাবর।
ইডেনে ⭕ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে পাকিস্তান পরাজিত হওয়ার পরেও বাবর ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে দেশে ফিরে সিদ্ধান্ত বদল করায় বাবর নিজের ইচ্ছায় নেতৃত্ব ছাড়লেন নাকি পাক🃏িস্তান ক্রিকেট বোর্ড তাঁকে ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য করে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বুধবার লাহোরে পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পরেই বাবর পদত্যাগ করে🍌ন। তাই জল্পনা জোরালো হচ্ছে যে, নিজে থেকে না সরলে পাকিস্তান বোর্ড ক্যাপ্টেন্সি থেকে ছেঁটে ফেলত বাবরকে।
বাবর নিজের বিজ্ঞপ্তিতে লেখেন, ‘২০১৯ সালে যখন পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য ডাক পেয়েছিলাম, সেই ﷽মুহূর্তটি আমার খুব ভালোভাবে মনে আছে। গত চার বছরে আমি মাঠে ও মাঠের বাইরে বহু চড়াই-উতরাইয়ের মুখে পড়েছি। তবে আমি নিষ্ঠার সঙ্গে ক্রিকেট বিশ্🃏বে পাকিস্তান ক্রিকেটের গৌরব ও সম্মান বজায় রাখার চেষ্টা করেছি।’
সাফল্যের জন্য দলগত প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েও বাবর কুর্নিশ জানিয়েছেন পাকিস্তানের সমর্থকদের। পরে তিনি যোগ করেন, ‘আজ আমি সব ফর্ম্যাটে প✱াকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কঠিন সিদ্ধান্ত সন্দেহ নেই। তবে আমার মন🍌ে হয় এটাই এই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। আমি তিন ফর্ম্যাটেই পাকিস্তানের হয়ে খেলা চালিয়ে যাব। আমি আমার অভিজ্ঞতা ও দায়বদ্ধতা দিয়ে নতুন ক্যাপ্টেন ও দলকে সাহায্য করে যাব।’