বিশ্বকাপের শিরোপা জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্য💦াট কামিন্স মঙ্গলবারই কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। আগে আশা করা হয়েছিল যে, প্রচুর ভক্ত তাঁকে স্বাগত জানাতে আসবেন। কিন্তু কোথায় কী! কোনও উচ্ছ্বাসই ছিল না সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ককে ঘিরে। হাতে গোনা কয়েক জন ফটোজার্নালিস্টকে দেখা গিয়েছে বিমানবন্দরে। যাঁরা কামিন্সের ছবি তুলতে এসেছিলেন। আসলে অস্ট্রেলিয়া এত বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, হয়তো তাই বিশ্বজয়ীদের নিয়ে নতুন করে কোনও আগ্রহ নেই ভক্তদের।
আরও প🗹ড়ুন: ভুল 🦩অ্যাডাম জাম্পাকে ট্রোল করে হাসির খোরাক হলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা
একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে অধিনায়ক কামিন্সকে বিমানবন্দরে তাঁর নিজের লাগেজ ট্রলি টানতে দেখা গিয়েছে। হাতেগোনা কয়েক জন ফটোজার্নালিস্টকে তাঁর আগমনের সময় ছবি তুলতে দেখা গিয়েছে। ভারতে এমন ঘটনা কল্পনাও করা যায় না। রোহিতরা যদি শিরোপা জিততেন, তবে তাঁদের সাফল্য ঘিরে গোটা দেশ উৎসবে🐓 মাতত। এমন কী দলের প্লেয়াররা যেখানে যেখানে জেতেন, সেখানে তাঁদের অভিবাদন জানাতে বিপুল সংখ্যক ভক্ত ভিড় জমাতেন। কিন্তু অস্ট্রেলিয়ার ছবিটা💜 একেবারেই আলাদা। কিছুটা অবাক করার মতই।
রেকর্ড ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে ক্যাঙ্গারুরা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেꦜ তারা ভারতীয় দলকে ছয় উইকেটে হারিয়েছে। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান বোলাররা ভারতকে মাত্র ২৪০ রানে আটকে দেন। এবং রান তাড়া করতে নেমে ৪৩ ওভারে লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।
ম্যাচ শেষে ট্রফি🦋 ন🎐িয়ে যখন উচ্ছ্বাসে ভাসছেন অজি ক্রিকেটাররা, তখন প্যাট কামিন্সের ব্য়তিক্রমী ঘটনা মন জয় করেছে সকলের। আসলে অজি দলে বেশ কিছু ভারতীয় সাপোর্ট স্টাফ রয়েছেন। তাঁদের কথা কিন্তু কামিন্স ভোলেননি। কামিন্স বিশ্বকাপ ট্রফি তুলে দেন তাঁদের হাতেও। নিজের মোবাইল ক্যামেরায় সেই ছবি-ভিডিয়ো করেন। প্যাট কামিন্সের এই আচরণে অজি টিমের ভারতীয় সাপোর্ট স্টাফরা আবেগপ্রবণ হয়ে পড়েন।
অস্ট্রেলিয়ার পঞ্চম অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জেতা প্যাট কামিন্স ম্যাচের পর বলেছেন, ‘সেরাটা শেষের জন্য জমিয়ে রেখেছিলাম।’ তিনি আরও বলেছেন, ‘জানতাম উইকেট পরের দিকে ভালো হয়ে যাবে। সেটাই হল। শিশির পড়ার পর থেকেই ব্যাটে বল আসতে শুরু করল। ব্যাটিংও সহজ হয়ে গেল। ভর্তি স্টেডিয়ামের সামনে পারফর্ম করতে আমি খুব উপভোগ করি। বিশ্বকাপ জুড়ে এটাই করেছি। চেয়েছিলাম ফাইনালেও সকলের সামনে সไেরাটা তুলে ধরতে। দলকে এ ভাবে জেতাতে পেরে খুবই ভালো🌺 লাগছে।’