দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফের লড়াকু মানসিকতা দেখিয়েছিলেন আফগানিস্তানের ব্যাটাররা। রবিবার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান🍎ের সূচনা বেশ জোরদার ছিল। রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান প্রথম উইকেটে ১১৪ রানের পার্টনারশিপ করেন। গুরবাজ একেবারে আক্রমণাত্মক মেজাজে ছিলেন। এবং প্রথম ওভার থেকেই তিনি ব্রিটিশ বোলারদের ছাতু করেন।
আফগানিস্তানের ইনিংসের নবম ওভারে স্যাম কারানকে পিটিয়ে ২০ রান নেয় আফগানিস্তান। ২টি চার এবং একটি ছক্কা হাঁকান গুরবাজ। ২০ রান দিয়ে এমনিতেই নিজের উপর বিরক্ত হয়ে পড়েছিলেন। সঙ্গে হতাশও ছিলেন ব্রিটিশ তরুণ। এই পরিস্থিতিতে পরের ওভার অর্থাৎ ইনিংসের দশম ওভারে যখন কারান বাউন্ডারি লꦫাইনের ধারে ফিল্ডিং করছিলেন, তখন একজন ক্যামেরাম্যান ক্লোজ-আপ শট নেওয়ার জন্য কারানের একেবারে ঘাড়ের কাছে এসে পড়েছিলেন। আর ঘাড়ের কাছে ক্যামেরা দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন কারান। ধাক্কা দিয়ে তিনি সরিয়ে দেন ক্যামেরাম্যানকে। আর সেটাই সম্প্রচারিত হয়ে যায়। এমন কী তাঁর অঙ্গভঙ্গি দেখে এটাও মনে হয়েছে যে, ক্যামেরাম্যানকে বাউন্ডারি লাইন ক্রস না করারও ইঙ্গিত দেন কারান। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়ে যায়। নেটপাড়া অবশ্য বিষয়টি ভালো ভাবে নেয়নি। এদিন কারান মোট চার ওভার বল করে দেন ৪৬ রান। কোনও উইকেট পাননি। ইকোনমি রেট ১১.৫০।
এর আগে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ম্যাচেও ♔বি🙈তর্কিত আচরণ করেছিলেন স্যাম। যেখানে তেম্বা বাভুমাকে আউট করার পরে অশ্লীল উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছিলেন কারানকে। বাজে অঙ্গভঙ্গি করার কারণে তখন কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। মোটা অঙ্কের জরিমানা করার পাশাপাশি তাঁর ঝুলিতে যুক্ত হয় একটি ডিমেরিট পয়েন্টও। তবে শাস্তি পেয়েও বদলাননি কারান। সেটা ফের আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রমাণিত।
আরও পড়ুন: এটা করার সঠিক দিন ছিল না- কোহলির থেকে জার্সি ⛎নেওয়ায় বাবরকে ধুইয়ে দিলেন আক্রম
এদিন টস জিতে আফগানদের প্রথমে ব্যাট করতে পা𒐪ঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২৮৪ রান করে। প্রথম উইকেটে ১১৪ রান যোগ করেন গুরবাজ এবং জাদরান। গুরবাজ শুরু থেকে ঝোড়ো মেজাজে ব্যাট করে ৫৭ বলে ৮০ রান করেন। হাঁকান ৮টি চার এবং চারটি ছক্কা। জাদরান অবশ্য ২৮ রান করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। এছাড়া হাফসেঞ্চুরি করেন ইকরাম আলিখিল। তিনি তিনটি চার, দু'টি ছক্কার হাত ধরে ৬৬ বলে করেন ৫৮ রান। শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে মুজিব-উর-রহমান ১৬ বলে ২৮ রানের গুরত্বপূর্ণ ইনিংস খেলেন। রশিদ খান করেন ২২ বলে ২৩ রান। ইংল্যান্ডের আদিল রশিদ তিন উইকেট নেন। দুই উইকেট নেন মার্ক উড।