হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে ভারতের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। আপাতত যা পরিস্থিতি, তাতে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে যা মনে করা 🧜হয়েছিল, সেটার থেকেও হার্দিকের চোট গুরুতর বলে মনে করা হচ্ছে। তাঁর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা ঠিক হতে কমপক্ষে দু'সপ্তাহ লাগবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাকে উদ্ধৃত করে একটি রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, চোট না সারিয়েই হার্দিককে তড়িঘড়ি দলে ফেরাতে চা♏য় না টিম ম্যানেজমেন্ট।
গত ১৯ অক্টোবর পুণেতে ভারত-বাংলাদেশের ম্যাচে নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান হার্দিক। স্ক্ꦜযানের পর মনে করা হয়েছিল যে আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন ভারতের তারকা অল-রাউন্ডার। কিন্তু এখন সেই সম্ভাবনা কার্যত নেই। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন যে 'বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ওকে নজরে রেখেছে মেডিক্যাল টিম। প্রাথমিকভাবে যা মনে হচ্ছিল, সেটার থেকে চোট গুরুতর মনে হচ্ছে। মনে হচ্ছে যে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা সেরে উঠতে কমপক্ষে দু'সপ্তাহ লাগবে। চোট সেরে ওঠার আগে ওকে ছাড়বে না জ🎃াতীয় ক্রিকেট অ্যাকাডেমি।'
সংশ্লিষ্ট মহলের মতে, টিম ম্যানেজমেন্টও চায় না যে হার্দিককে তড়িঘড়ি দলে ফিরিয়ে আনা হোক। বরং পুরো সুস্থ হলেই তাঁকে মাঠে নামাতে চায় টিম ম্যানেজমেন্ট। কারণ দলে ফিরে হার্দিক শুধু ব্যাট করবেন, সেটা মোটেও চান না রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। তিনি যদি বলও করতে পারেন, তবেই দলে ফেরানো হবে। অর্থাৎ শুধু ব্যাটিংয়ের জন্য﷽ যে তাঁকে রেখে কোনও লাভ হবে না, তা নিয়ে সন্দেহ নেই টিম ম্যানেজমেন্টের।
আরও পড়ুন: CW﷽C 2019- হারতেই কাঁদতে শুরু করেন ধোনি-হার্দিক-পন্ত! চার বছর আগের গল্প শোনালেন বাঙ্গার
সেই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে রিহ্যাব চালিয়ে যাবেন হার্দিক। দলের সঙ্গে লখনউয়ে যোগ দেবেন না বলে সূত্রের খবর। ওই প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের কর্তা বলেছেন যে ‘বিশ্বকাপে ভালো জায়গায় আছে𓄧 ভারত। এই মুহূ🌜র্তে ভারতীয় দলের সঙ্গে থাকার পরিবর্তে এনসিএতে থেকে রিহ্যাব করবেন হার্দিক। বাকি বিশ্বকাপে হার্দিক খেলতে পারবেন কিনা, তা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বোর্ডের কর্তা বলেছেন যে ‘হার্দিকের দলে ফেরার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। শারীরিক গঠনের কারণে অন্যান্য খেলোয়াড়ের থেকে ওর সেরে উঠতে বেশি সময় লাগে। যদি প্রয়োজন হয়, তাহলে ইনজেকশন নিয়ে বি♌শ্বকাপের শেষের দিকে খেলতে তৈরি আছে হার্দিক। তবে হার্দিক পুরোদমে বল না করলে দলের ভারসাম্যের উপর তেমন প্রভাব পড়বে না।’