বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটার মেꦉগা ইভেন্ট। আইসিসি বিশ্বকাপের উন্মাদনায় যখন ভাসছেন ক্রিকেট প্রেমীরা, তখন গুগলও স💖েই আবেগেই গা ভাসিয়েছে। এই মেগা ইভেন্ট উদযাপন করতে মজাদার উপায় বের করেছে গুগল।
গুগল তার অফিসিয়াল ডুডলে ভারতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি ওডিআই বিশ্বকাপের মজাদার একটি থিম সেট ক𒆙রেছে। যে কারও স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাপ, কম্পিউটারে বৃহস্পতিবার গুগল খুললেই ভেসে উঠবে মজাদার থিম। গুগলের ডুডলে দেখা যাচ্ছে, দু'টি হাঁস রয়েছে। যারা ক্রিকেট খেলছে। হাঁসগুলির হাতে ব্যাট রয়েছে। দুই প্রান্তে উইকেট রয়েছে। আর হাঁসগুলি পাইপাই করে দৌড♔়ে রান নিচ্ছে। এখানেই শেষ নয়, হোমপেজে ডুডলে ক্লিক করলে, পুরো টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচী দেখা যাচ্ছে।
ভারতের ১০টি ভেন্যুতে আগামী ৪৬ দিনে ৪৮টি ম্যাচের লড়াই শেষে শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের জন্য মরিয়া ১০টি দলই। তবে ফেভারিটদের তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজি🔯ল্যান্ড আর পাকিস্তান। ওডিআই বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট দশটি দল কাঙ্ক্ষিত কাপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এবার। ১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ শুরু হয়েছে। এ বার বিশ্বকাপের ১৩তম সংস্করণ। শেষ ওডিআই বিশ্বকাপ হয়েছিল ২০১৯ সালে। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবং রানার্স হয়েছিল নিউজিল্যান্ড।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও কি বৃষ্টিতে ভাসবে? কী ব𓆉লছে আবহাওয়ার পূর্বাভাস?
♑এবার গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচ খেলা হবে। প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। এবারের টুর্নামেন্টে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে। এবার আমদাবাদ, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, ধর্মশালা এবং পুনেতে বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজন করা হবে। যে কারণে ইতিমধ্যে এই সব শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৫ অক্টোবর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সময় মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং আমদাবাদের অন্যান্য অংশে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে। বুধবার পুলিশের যুগ্ম কমিশনার, সেক্টর ওয়ান, চিরাগ কোরাদিয়া বলেছেন, মাল্টি লেয়ার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার ক্রিকেট ম্যাচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্🌃য ১৬ জনের মতো আইপিএস অফিসার মাঠে থাকবেন। বিভিন্ন স্তরে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী ম্য🎃াচগুলিতেও একই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ উপরন্তু, আমদাবাদে উদ্বোধনী ম্যাচ এবং বাকি চারটি ম্যাচের আগে, ট্র্যাফিক পুলিশ সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত বিআরটিএস মোড় থেকে স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।