এবাবের বিশ্বকাপে একেবারে ভালো ফর্মে নেই পাকিস্তান দল। পরপর ম্যাচ হেরেই চলেছে তারা। আজ অর্থাৎ ৩১ অক্টোবর ইডেনে পাকিস্তান খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। পরিস্থিতি যা তাতে আর একটি ম্যাচ হারলেই পাকাপাকি ভ👍াবে বিশ্বকাপ শেষ করবে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পাক দলের পারফরম্য়ান্স বেজায় চিন্তা বাড়িয়েছে সমর্থকদের। গত কয়েক ম্যাচে বাবর রান পেলেও, তিনি দলকে জেতাতে পারছেন না। এই পরিস্থিতিতে টাইগারদের বিরুদ্ধে নামছে তারা।
কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতি হল বাবরদের? প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী আইসিসির ব়্যাঙ্কিং তালিকায় যারা এক নম্বর স্থানে ছিল, তাদের এমন পরিস্থিতি হল কেন? এই প্রশ্ন উঠতে বাধ্য। অনেকে এই প্রশ্নও করেছেন পাকিস্তান কোচক গ্র্যান্ট ব্র্যাডবার্নকে। তাঁর উত্তর, 'ভারতে এসেও আমাদের বিদেশের পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে খেলতে হচ্ছে। ফলে ব়্যাঙ্কিংয়ের সঙ্গে এই ফলাফলের কোনও মিল নেই। এর সবচেয়ে বড় কারণ হল, আমাদের ক্রিকেটাররা ভারতে খেলে না। এছাড়াও অনেক বড় দেশের বিরুদ্ধে খেলে না। তাই এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। এই কলকাতায় পাকিস্তান দল এর আগে খেলেছে, কিন্ত♒ু এই ছেলেরা প্রথমবার নামছে। ফলে ওদের কাছে এটা নতুন মাঠ। কিছু করার নেই। বাস্তব পরিস্থিতিকে মেনে নিতে হবে।'
প্রসঙ্গত, এই পাকিস্তান দলের ক্রিকেটাররা আইপিএলে খেলেন না। এছাড়াও ২০১৩ সালের পর ভারত-পাক কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এই পাকিস্তান দল প্রথমবার ভারতের মাটিতে খেলছে। রোহিত শর্ম🅘া-বিরাট কোহলিদের সঙ্গে আগে খেললেও ভারতের মাটিতে তারা এই প্রথমবার খেলছেন বাবর আজমরা। পাক দলের এমন পারফরম্যান্সের জন্য আইপিএলে না খেলাকেই মুখে না বললেও, তেমনটাই বুঝিয়েছেন।
এছাড়াও বাংলাদেশ ম্যাচে নামার আগে পাক আরও জানান, 'বিশ্বকাপের জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাইনি। আমরা যে খারাপ দল, তা একবারও বলছি না। তবে বিশ🀅্বকাপের জন্য চার বছরের প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু সেখানে আমরা ৬ সপ্তাহ সময় পেয়েছি। তাও আমরা প্রতি ম্যাচেই যারা প্রতিভাবান তাদের সুযোগ দিচ্ছি। গত ৬ মাসে আমাদের পারফরম্যান্সের অনেক উন্নতি হয়েছে। বেশ কিছু পারফরম্যান্সের উন্নচি ঘটেছে। তবে 🐻এটা ঠিক, সাফল্য পেতে আমাদের একটু দেরি হচ্ছে।'
ব🐭াংলাদেশ ম্যাচে নামার পাক কোচ তাদের দলের পরিস্থিতি নিয়ে আরও বলেন, 'ভারতের বিরুদ্ধে আমরা খেলি না। তাই আমাদের আইসিসির ব়্যাঙ্কিং ভালো। উপরের দিকে থাকা অনেক দলের বিরুদ্ধেই আমরা খেলি না। বিশ্বকাপে আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা যে সেরা দল, তা একবারও বলছি না। আমাদের আরও ম্যাচ খেলতে হবে।'