বৃহস্পতিবার মানেই সিরিয়ালপাড়ার ধুকপুকানি দ্বিগুণ। কারণ এইদিন সামনে আসে সিরিয়ালের সাপ্তাহিক রিপোর্ট কার্ড। এই সপ্তাহে সবার চোখ ছিল পরিণীতার দিকে। কারণ নিম ফুলের মধু-র মতো জনপ্রিয় মেগাকে হঠিয়ে জি বাংলা রাত ৮টার স্লট দিয়েছে উদয় প্রতাপ সিং ও নবাগতা ঈশানির এই মেগা সিরিয়ালকে। আরও পড়ুন-‘অনামিকা সব সময় বলত তু💛মি পারবে…', আর সাইড হিরো নয়, পরিণীতায় গুরু দ𒐪ায়িত্ব উদয়ের!
প্রত্যাশা পূরণে কতদূর সফল হয়েছে এই সিরিয়াল? রেটিং চার্ট বলছে প্রথম সপ্তাহে তিন নম্বরে জায়গা পাকা করে নিয়েছে এই মেগা। যা নেহাত মন্দ নয়। বরং যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এই সপ্তাহে রায়ান-পারুলের ঝুলিতে এসেছে ৬.৭ নম্বর। রেটিং চার্টে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে ফুলকি। ৮০০ পর্ব ছুঁয়েও যৌথভাবে এক⛦ নম্বরে জগদ্বাত্রী।
টিআরপি রিপোর্ট সামনে আসার পর কী প্রতিক্রিয়া উদ🤡য়ের? কতটা স্বস্তিতে তিনি? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল নায়কের সঙ্গে। তিনি জানান, ‘খুব ভালো লাগছে। প্রথম সপ্তাহের বিচারে যথেষ্ট ভালো টিআরপি। ৬.৭ কতটা ভালো সেই নিয়ে আমার আইডিয়া নেই, তবে চ্যানেলের তরফে সকলে খুশি। এটা ভালো শুরু, সবে প্রথম সপ্তাহ। এখনও অনেকটা পথচলা বাকি। এখনই ওত্তো খুশি হচ্ছি না। কারণ একটা টার্গেট অ্যাচিভ করা সহজ, কিন্তু সেটা ধরে রাখা বেশি চ্যালেঞ্জিং। চেষ্টা করব যাতে ধারবাহিকভাবে আমরা ভালো পারফর্ম করতে পারি। সেই কারণেই নট দ্যট হ্যাপি, আমি নিউট্রাল’।
সিরিয়াল শুরু হতে না হতেই ট্রোলের মুখেও পড়েছে পরিণীতা। কখনও ভিএফএক্সে কুকুর বা গরু দেখিয়ে, কখনও আবার সংলাপের জন্য। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘ইতিবাচক-নেতিবাচক দুইরকম প্রতিক্রিয়া পাওয়াটাই স্বাভাবিক। সবাইকে খুশি করা তো সম্ভব নয়। কিন্তু আশা করব, বেশি লোকজন ভালো বলুক। যাতে শো-টা লম্বা চলে। তবে রি-অ্যাকশন আসতে থাকুক, খারাপ লাগলে দর্শক সেটাও বলুক। আমার হাতে তো সবটা নেই। আমার হাতে আছে ১৪ ঘণ্টা ধরে পরিশ্রম করা, নিজের সেরাꦗটা দেওয়া। সেটাই চেষ্টা করছি’।
এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রায়ানের চরিত্র নিয়ে অভিনেতা জানান, ‘বাংলা টেলিভিশনে তো খুব বেশি কলেজের গল্প দেখানো হয় না। থাকলেও খুব অল্প সময়ের জন্য। কিন্তু আমাদের গল্পে (পরিণীতা) কলেজ একটা বড় অংশ জুড়ে থাকবে। আমাকে যাতে কলেজ স্টুডেন্টের মতো দেখায়, তার জন্য ১০ কেজি ওজন ঝরাতে হয়েছে। যাতে আরেকটু ইয়াং দেখায়, এক মাসের মধ্যে আমাকে এই ওজন কমাতে হয়েছিল। আর অবশ্যই পরিণীতার সুবাদে ফের কলেজের দিনে ফিরলাম।’ এই সিরিয়ালের সঙ্গে দীর্ঘদিন পর মুখ্যচরিত্রে ফিরেছেন উদয়। আগামিদিনেও টি♓আরপি তালিকায় সেরা তিনে জায়গা ধরে রাখতে পারবে পরিণীতা? সেটাই এখন দেখবার।