বৃহস্পতিবাক বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশকে নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সিআইডিতে সর্বস্তরে রদবদলের ডাক দিয়েছেন। এছাড়াও স্পেশ্যাল টাস্ক ফোর্স ও অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করার বিষয়ে সরব হন মমতা। এদিন ডিজি রাজীব কুমারকে সরাসরি পুলিশ নিয়ে নানান 🐲বিষয়ে ক্ষোভের কথা জানান দিদি।
মমতা বলেন,' হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ ন হেল্পিং। সবাইকে বলছি না, একাংশ… পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চুরি করেছে। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবে, জনগণের টাকা খাওয়া কি উচিত? তাঁদের নিজস্ব দায়বদ্ধতা থাকে।' বলেন মুখ্যমন্ত্রী। ক্ষোভের সুরে ‘কিছু অফিসার যাঁরা এই সরকারকে ভালোবাসে না..’ বলে তিনি সরব হন। মমতা বলেন,‘লোয়ার লেভেলে কিছু অফিসার, কর্মী.. যাঁরা এই সরকারকে ভালোবাসে না, এবং পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে, আজ বালি চুরি, কয়লা চুরি, সিমে⛦ন্ট চুরি… আমি পরিষ্কার বলেছি, বালি পাথরের জায়গায় টেܫন্ডার করো। অবৈধ খনন আটকে দাও, সিআঅইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে। কারণ চুরি হলে বলবে, তৃণমূল কংগ্রেস চুরি করছে, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে, বা পুলিশের একাংশ টাকা খেয়ে… আমি সহ্য করব না। কোনও রাজনৈতিক দলের লোকও খায়, তার কলার চেপে ধরো।’
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,' আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কোনও সরকারের কাজে বা কারোর কাছ থেক🐻ে এক পয়সা নিয়েছি.. অন্য কেউ যদি নিয়ে থাকে, তুমি ছাড়বে কেন? একই আইন সবার জন্য…. কোনও ফারাক যেন না হয়।' মমতার সাফ কথা, ‘কেউ কেউ ভাবেন একে ম্যানেজ করি, একে ম্যানেজ করি, করে তোলাবাজি করি। তারা বাঁচাবে। আমি তো বাঁচাব না।’ রাজীব কুমারের উদ্দেশে মমতা বলেন,'তুমি এসটিꦇএফকে শক্তিশালী করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে শক্তিশালী করো। আমি সিআইডি পুরো রদবদল করব। পুরোটা।' এছাড়াও তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়টি যাচাই করে কড়া পদক্ষেপ যেন নেওয়া হয়।