India Women vs West Indies Women: টি টোয়েন্টি বিশ্বকাপের প্রধান মঞ্চে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রানে জিতল হরমনপ্রীত কৌরদের ভারতীয় দল। এই ম্যাচে তারা তাদের শক্তিকে পরীক্ষা করে নিল। শুরু হয়ে গিয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। বর্তমানে ওয়ার্ম আপ ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। রবিবার ভারতীয় মহিলা দল এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল মধ্যে ওয়ার্ম আপ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ব্যাটিং হতাশাজনক ছিল। জেমিমা রডরিগেজ ছ🌱াড়া, কোনও ভারতীয় ব্যাটারই তেমন বড় রান করতে পারেননি। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২০ রানে জয় পায় ভারত।
৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বছর সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। টুর্নামেন্টের এটি নবম আসর। এই টুর্নামেন্টটি ৩ থেকে ২০ অক্টোবর দুবাই এবং শারজাহতে খেলা হবে। এদিকে ২৮ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচগুলো শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতির চতুর্থ ম্যাচটি ভারতীয় মহিলা দল বনাম ওয়েস্ট ই🧜ন্ডিজ মহিলা দলের মধ্যে খেলা হয়েছিল। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে দুই দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন… ১৪ মাস পরে T20I দলে ফিরছেন ত🅺ারকা অলরাউন্ডার, ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
টস জিতল কারা? ভারতের ব্য়াটিং কেমন ছিল-
এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিন💃ায়ক হেইলি ম্যাথিউজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। টস হেরে প্রথমে ব্যাট করতে আসা টিম ইন্ডিয়ার শুরুটা ভালো হয়নি এবং দলের তিন ব্যাটার মাত্র ২৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপ💟র ইনিংস সামলেছিলেন জেমিমা রডরিগেজ ও ইয়াস্তিকা ভাটিয়া। টিম ইন্ডিয়া ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪১ রান তোলে।
আরও পড়ুন… কখনও ভাবিনি যে ব☂াংলাদেশের হয়ে খেলব না- দল ছাড়ার কারণ ও টিমে ফেরার ইঙ্গিত দিলেন তামিไম ইকবাল
টিম ইন্ডিয়ার হয়ে জেমিমা রদ্রিগেজ অপরাজিত ৫২ রানের সেরা ইনিংস খেলেছেন। জেমিমা রডরিগেজ▨ ছাড়াও ইয়াস্তিকা ভাটিয়া করেন ২৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক হেইলি ম্যাথিউজ দুর্দান্ত বোলিং করে চার উইকেট শিকার করেন। অধিনায়ক হেইলি ম্যাথিউজ ছাড়াও একটি করে উইকেট পান চিনেল হেনরি ও আশমিনি মুনিসার। এই ম্যাচে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজ দলের সামনে ২০ ওভারে ১৪২ রানের লক্ষ্য ছিল।
আরও পড়ুন… চোট না পেলে আগেই সে 🐼ভারতীয় দলে জায়গা পেত- মায়াঙ্কের সাফল্য নিয়ে আশাবাদী কোচ দেবেন্দ্র শর্মা
রান তাড়া করতে নেমে কেমন খেলল ওয়েস্ট ইন্ডিজ-
রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। ৩.২ ও🌌ভারে মাত্র ১৩ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছিল তারা। ততক্ষণে পূজা বস্ত্রকার তিনটি ও রেণুকা সিং একটি উইকেট শিকার করেছিল। তবে এরপরে লড়াই চালান শেমাইনে ক্যাম্পবেল ও চিনেল হেনরি। ৩৮ বলে ২০ রান করেন শেমাইনে ক্যাম্পবেল। পরে আর সেভাবে কেউ দাঁড়াতে পারেননি। ১৩.৪ ওভারে ৭১ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে পরে চিনেল হেনরি ও অ্যাফি ফ্লেচার লড়াই চালান। দীপ্তি শর্মা ২টি উইকেট শিকার করেছেন। এরপরে ১৮.২ ওভারে ৯৮ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১১১ রানে আট নম্বর উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। ফলে ২০ রানে জেতে ভারতের মহিলা দল।