রবিব🐼ার আমদাবাদে গুরুত্বপূর্ণ মুখোমুখি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটের পরাজয়ের পর ১৪০ কোটির ভারতের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দশে দশ করে ফাইনালে উঠেছিল রোহিত শর্মারা। কিন্তু ফাইনালে শেষ রক্ষা হয়নি। ২০২৩ বিশ্বকাপে ভারত একটাই ম্যাচ হেরেছে, সেটা হল ফাইনাল।
ফাইনালে হারের পর ভারতীয় ক্রিকেটাররা হতাশাꦆয় ভেঙে পড়েন। কেউ হাপুস কেঁদে ফেলেন, কেউ কেউ মুখ চাপা দিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করে, কেউ হতাশায় উইকেট ভাঙে, কেউ যন্ত্রণাবিদ্ধ মন নিয়ে মাঠের মধ্যেই বসে পড়েন। ভারত তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফির এত কাছাকাছি পৌঁছানোর পরেও, অধরা থেকে গিয়েছে শিরোপা। শুধু শুধু ক্রিকেটাররা নন, ভারতের ক্রিকেট ভক্তরাও মানসিক ভাবে ভেঙে পড়েন। গত প্রায় দেড় মাস ধরে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটানোর ফের স্বপ্নভঙ্গ হজম করতে পারেনি ক্রিকেট ভক্তরা।
এদিকে অস্ট্রেলিয়া ষষ্ঠ বার বিশ্বকাপ জয় করার পর, তারা বাজে ভাবে ভারতীয় ক্রিকেট ভক্তদের দ্বারা বাজে ভাবে ট্রোলের শিকার হচ্ছেন। কোনও কোনও ভক্ত তো অজি ক্রিকেটার এবং তাঁদের পরিবারকে হুমকিও দিচ্ছেন। গ্লেন ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন বা ট্র্যাভিস হেডের স্ত্রী এবং এক বছরের কন্যাকেও আপত্তিজনক হুমকি🌞 দেওয়া হয়েছে। এই ডামাডোলের মাঝে আক্রমণকারীরা বড় ভুল করে ফেলেছেন। এবং তাঁরা নিজেরাই ট্রোলিংয়ের শিকার হয়েছেন।
আর পড়ুন: রোহিত বিশ্বের সবচেয়ে দু꧑র্ভাগা মানুষ- ভারত অধিনায়কের জন্য মর্মাহত ম্যাচ উই💃নার হেড
তারকা অজি স✤্পিনার অ্যাডাম জাম্পাকে আক্রমণ করতে গিয়ে হাসির খোরাক হয়েছেন ট্রোলাররা নিজেরাই। ভারতীয় ভক্তরা অ্যাডাম জাম্পাকে ট্রোল করতে গিয়েছিল। কিন্তু ভুল অ্যাডাম জাম্পাকে তাঁরা ট্রোল করে বসেন। সেই ব্যক্তি কোনও ভাবেই ক্রিকেটের সঙ্গে যুক্ত নন। তিনি আসলে স্লোভাকিয়ার নাগরিক। তিনি একজন স্কি রেসার এবং পাইলট। তাঁকেই অস্ট্র♐েলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ভেবে ভারতীয়রা ট্রোল করতে শুরু করেন। এতে উল্টে মুখ পুড়েছে ট্রোলারদেরই।