মর্যাদার লড়াইয়ে ল্যাজেগোবরে হয়ে🃏 হার! আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আবারও ভা🍨রতীয় দলের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। টানা ৮ বার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে জয়ের রেকর্ড অক্ষুন্ন রেখেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ম্যাচে আমদাবাদে ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। বাবর আজমদের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। ভারতের কাছে লজ্জাজনক ভাবে বাবররা হারায়, চটেছেন পাক প্রাক্তনীরা।
এর মধ্যে আবার বিরাট কোহলির থেকে বাবরের জার্সি চেয়ে নেওয়ার বিষয়টি একেবারেই ভালো ভাবে নেননি পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম। বাজে ভাবে হ📖ারের পর কোহলির সঙ্গে বাবরের কথা বলা এবং জার্সি চেয়ে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রম।
আরও পড়ুন: বারবার ৫ বার- টানা ভারতের কাছে হারল পাকিস্তান, OD🔴I-এর ইতিহাসে প্রথম♌ ঘটল এমন ঘটনা
আসলে ম্যাচ শেষে দু’দলের বেশ কয়েক জন ক্🎉রিকেটারকে ꦚনিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। বিরাট প্রথমে শাদাব খান ও তার পর বাবরের সঙ্গে কথা বলছিলেন। বাবরের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট। সেটি বাবরের হাতে দেন তিনি। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। তার পরেও বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা।
A-Sports-এ একটি আলোচনায় আক্রম মাঠে কোহলির কাছ থেকে বাবরের জার্সি নেওয়ার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মাঠের মধ্যে ঘটনাটি ঘটায়, সেটি ক্যামেরাবন্দি হয়েছিল। এবং সেই ভিডিয়ো বিশ্ব জুড়ে টেলিভিশন সেটে বারবার দেখানো হয়। আ♓ক্রম বলেছেন যে, কোহলির কাছে জার্সি চাইলেও, সেটি ক্যামেরা থেকে দূরে, ড্রেসিংরুমে করা উচিত ছিল বাবরের।
এই প্রসঙ্গে আক্রম বেশ ক্ষিপ্ত ভাবেই বলেন, ‘আমি যখন দৃশ্যটি দেখেছিলাম তখনই বলেছিলাম, টি-শার্টটি ওভাবে প্রকাশ্যে নেওয়া উচিত হয়নি বাবরের। আলদা করে ব্যক্তিগত ভাবে নেওয়া উচিত ছিল। এই বিষয়টি ঘটানোর দিন এটা ছিল না। যদি কাকার ছেলে ওকে ক♍োহলির থেকে টি-শার্ট নিতে বলেও থাকে, তবে সেটা পরে করা উচিত ছিল। ড্রেসিং রুমে গিয়ে।’
শনিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তান তাদের শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৩৬ রানে। যে ধসের শুরু হয় অধিনায়ক বাবরের আউট দিয়ে। ৫০ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড হওয়া বাবরকেই এমন হা൲রের জন্য অনেকে দায়ী করছেন। কারণ উইকেটে থিতু হয়ে যাওয়ার পর, বড় ইনিংস খেলার দায়িত্বটা বাবরের উপরেই ছিল বলে দাবি পাক ক্রিকেট মহলের। আর পাকিস্তানের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় নামও তিনি। তবে তিনি সেটা করতে পারেননি। ১৬ রানে শেষ ৫ আর ৩৬ রানে শেষ ৮ উইকেট হারানো পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯১ রানে।