Hardik Pandya injury update- ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামতে পারবেন না হার্দিক পান্ডিয়া। এখন প্রশ্ন হল কবে থেকে মাঠে ꦓফিরবেন হার্দিক। সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে বেঙ্গালুরুর এনসিএ-তে আবার ব্যাটিং শুরু করেছেন হার্দিক। শুক্রবার ইনডোর নেটে প্রায় ১০ মিনিট ব্য়াটিং করেছিলেন তিনি। এ দিন তিনি বিনা প্যাড পরে নকিং করেছিলেন হার্দিক। তবে শনিবার ইনডোর নেটে দারুণ ভাবে ব্যাটিং সেশন করেছিলেন হার্দিক পান্ডিয়া। জানা গিয়েছে এদিন প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে নেট ব্যাট করেছিলেন তিনি। এই সময়ে পেস বোলারদের মুখোমুখি হয়েছিলেন হার্দিক। তবে তিনি বোলিং করেননি। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে নেটে বল করতে পারেন হার্দিক। আশ🔯া করছি আবার শীঘ্রই বল করতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে পায়ের ফোলা অনেকটাই কমে গিয়েছে।
ভারতীয় দলে তাদের প্রিমিয়ার অলরাউন্ডার হা♌র্দিক পান্ডিয়ারও চোট নিয়ে উদ্বেগ রয়েছে। হার্দিকের চোটের কারণে তিনি বিশ্বকাপের আরও ম্যাচ 🍸মিস করতে পারেন বলে মনে করা হচ্ছে। হার্দিক প্রসঙ্গে নানা সূত্র থেকে নানা খবর ভেসে আসছে। অনেক প্রাক্তনী তাঁর অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন। সৌরভ বলেন, ‘হার্দিক একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিন্তু ভারত এখনও খুব শক্তিশালী দল।’
এদিকে রবিবার চলতি বিশ্বকাপের ২৯তম ম্যাচে ইংল্যান্ডের বিরু🍎দ্ধে ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই বিষয়ে জানিয়েছেন কেএল রাহুল। এই ম্যাচে দলের চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়েছেন হার্দিক। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে তারকা ব্যাটসম্যান কেএল রাহুল বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ২০২৩-এর চতুর্থ ম্যাচে বল থামানোর চেষ্টা করার সময় হার্দিক পান্ডিয়া তার বাম পায়ে চোট পেয়েছিলেন। সেই কারণে তিনি নিউজিল্যান্ডের ম্যাচ খেলতে পারেননি, এবার তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেও ম্যাচে খেলতে পারবেন না। ভারত বনা ইংল্য়ান্ডের ম্যাচের আগের দিন কেএল রাহুল সাংবাদিক সম্মেলনে এই বিষয়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হতে পারে।
এই সময় কেএল রাহুল ইঙ্গিত দিয়েছিলেন যে দল নিয়ে গত ম্যাচে অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে একাদশ নিয়ে ভারতীয় দল মাঠে নেমেছিল, সেই এগারো জনের দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। কেএল রাহুল বলেছেন, ‘হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। যে কারণে দল তার অনুপ🐬স্থিতি অনুভব করছে। হয়তো সূর্যকুমার সুযোগ পাবেন এবং আমরা জান♈ি সে কী করতে পারে। তাই হার্দিক ফিরে না আসা পর্যন্ত আমরা সূর্যকুমারের ওপর আস্থা রাখছি।’