শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে খুব বাজে ভাবে হারতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। ভারতীয় পেসার মহম্মদ সিরাজের অনবদ্য বোলিং স্পেলের সামনে পরে খড়কুটোর মতন উড়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং। ১৫.২ ওভার খেলে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় তারা। যে রান তাড়া করে মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করে ভারতীয় দল। ঘটনার আক💫স্মিকতায় কার্যত শোকস্তব্ধ হয়ে যায় গোটা শ্রীলঙ্কা দল। যে দাসুন শানাকার নেতৃত্বাধীন দল গত বার এশিয়া কাপ জিতেছিল, তারাই এবার ফাইনালে নূন্যতম লড়াইটুকুও করতে ব্যর্থ হয়। এর পরেই দেশবাসীর কাছে এই হারের জন্য ক্ষমা চান দাসুন শানাকা। এই ঘটনায় শানাকার উপর এতটাই প্রভাব ফেলেছে যে, শ্রীলঙ্কার অলরাউন্ডার নাকি বিশ্বকাপের আগেই সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে পারেন!
আরও পড়ুন: 𒊎যুজি কি কারও সঙ্গে মারামারি করেছে, নাকি ঝগড়া- চাহালকে দলে না নেওয়া নিয়ে বিস্ফোরক হরভজন
এমন সম্ভাবনার কথাই জানানো হয়েছে রেভস্পোর্টসের তরফে। পাশাপাশি শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এমনই দাবি করেছে রেভস্পোর্টস। শ্রীলঙ্কা বোর্ডের তরফে আগেই জানানো হয়েছে, বিশ্বকাপে তাদের অধিনায়ক থাকছেন দাসুন শানাকাই। শেষ পর্যন্ত ওডিআই বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কাকে আদৌ নেতৃত্ব দেবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। ২০২৩ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ভারতের কাছে ১০ উইকেটে পরাজিত꧂ হয়েছিল। সেই হারের যন্ত্রনা দাসুন শানাকা এখনও মেনে নিতে পারেননি। টুর্নামেন্টে অধিনায়ক দাসুন শানাকা ব্যাট হাতে খুবই খারাপ পারফরম্যান্স করেছিলেন। তিনি ৬টি ম্যাচ খেলে মাত্র ৫৪ রান করেন।
আরও পড়ুন:ℱ এশিয়া কাপ ফাইনালে বিধ্বংসী স্পেলে ভর করে ODI Rankings-এর মগডালে উঠে পড়লেনﷺ সিরাজ