শুভব্রত মুখার্জি:- অনেকেই আশা করেছিলেন গত বছর ওডিআই বিশ্বকাপে ভারতের হারের পরে হয়ত বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুই তারকা ক্র꧟িকেটাꩵর অবসর নেবেন। সেই সময়ে তারা অবসর ঘোষণা করেননি। বরঞ্চ নিজেদের প্রস্তুত করেছেন সাত মাস বাদের টি-২০ বিশ্বকাপের জন্য। আর সেই ফল তারা হাতেনাতে পেয়েছেন বলা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। যেখানে ২৯ জুন ভারত শেষমেশ ১১ বছর বাদে কাটিয়েছে তাদের আইসিসি ট্রফি জয়ের খরা। যে খরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলের অন্যতম সিনিয়র দুই ক্রিকেটার।
আরও পড়ুন… T20 W♛C 2024 নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটাই হল! BCCI সচিব জয় শাহকে নতুন নাম দিলেন রবি শাস্ত্রী
রোহিত শর্মা গোটা টুর্নামেন্ট জুড়েই খেলেছেন আক্রমণাত্মক মেজাজে। আর বিরাট কোহলি গোটা টুর্নামেন্টে অফ ফর্মে থাকার পরেও ফাইনালে গুরুত্বপূর্ণ ৭৬ রানের ইনিংস খেলে ভারতের জয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন।গতকাল রাতে ফাইনাল শেষ হয়ে যাওয়ার পরে এই দুই তারকাই আন্তর্জাতিক ক্রিকেটের টি-২০ ফর্ম্যাট থেকে নিজেদের অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই ব্যাটিং অর্ডারের দুই স্তম্ভ তথা দুই অত্যন্ত সিনিয়র ক্রিকেটার একসঙ্গে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার ফলে এক বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। 𝔍সেই শূন্যস্থান পূরণ করা যে সহজ হবে না তা একবাক্যে মেনে নিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি।
আরও পড়ুন… T20 WC 2024 Final IND vs SA🍸: 🗹এমএস ধোনিও পারেননি! ICC Trophy জয়ে নয়া নজির বিরাট কোহলির
৩৭ বছর বয়সি রোহিত এবং ৩৫ বছর বয়সি বিরাট কোহলি একসঙ্গে অবসর নিয়েছেন। গতকাল রাতেই ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যে কিছুটা হলেও বিষাদের সুর যেন এই দুই তারকার টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়া। ২০০৭ সালে ভারত প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল।সেবার ও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোহিত।যদিও সেই বিশ্বকাপে বিরাট কোহলি খেলেননি। বিরাট এবং রোহিতের অবসর প্রসঙ্গে বলতে গিয়ে রজার বিনি জানিয়েছেন, ‘যে কোন ফর্ম্যাটেই ভারতীয় ক্রিকেটের🌳 বিশাল বড় এক ফিগার এই দুই তারকা। টি-২০ ফর্ম্যাট থেকে তাদের অবসর যেন একটা যুগের অবসর। তাদের অবসরের পরে তাদের ব্যাটনটা তুলে নেবে অন্যরা। অনেক নবীন প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসছেন। তবে এই যে ফারাকটা হল, এই যে শূন্যস্থানটা হল তা তাড়াতাড়ি পূরণ করা সম্ভব নয়।’
আরও পড়ুন… IND vs SA T20 WC 2024: আ꧙মার হৃদয়ের খুব কাছে তাই... নতুন ট্যাটুর আইডিয়া বললেন সূর্যকুমার যাদব