বিশ্বকাপের মধ্যেই ডেথ ওভারের নয়া বোলার পেয়ে গেল টিম ইন্ডিয়া। তিনি আবার যে কেউ নন, তিনি হলেন বিরাট কোহলি। আর তিনি বিরাট কোহলি বলে যে সেই সুযোগ পাবেন, তা নয়। বরং বল হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। মুগ্ধ করেছেন ইনসুইঙ্গিং ইয়র্কারে। যেমন জসপ্রীত বুমরাহ ইয়র্কার করে থাকেন, ঠিক সেরকমই ইয়র্কার আছে বিরাটের হাতে। আর সেজন্য বিরাটকে এবার ডেথ ওভারে বোলিং করানোর পরিকল্পনা করানো হচ্ছে বলে জানালেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে। একেবারে 'সিরিয়াস' মুখে ভারতের বোলিং কোচ সেই কথা বললেও আদতে তিনি যে 𝕴একেবারে মশকরা করেছেন, তা নিয়ে খুব একটা সন্দেহ নেই ক্রিকেট মহলের। আর যদিও বা বিরাটকে ডেথ ওভারে বল করতে দেওয়া হয়, তাহলেও তেমন কোনও ম্যাচে দেওয়া হবে, যে ম্যাচের খুব একটা গুরুত্ব নেই অথবা ম্যাচের ফয়সালা হয়ে গিয়েছে।
রবিবার ভারত-নেদারল্যান্ডস ম্যাচের পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টিভিতে মামব্রে বলেন, 'সত্যি কথা বলতে ম্যাচের তিনটি পর্যায়েই বোলিং করার জন্য (বিরাটকে) তৈরি করছি আমরা। (বোলিংয়ে) কীভাবে বিরাটকে ব্যবহার করা যায়, তা নিয়ে রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। নয়া বল নিয়ে ও সুইং করতে পারে। তার ফলে পাওয়ার প্লে'তে বোলিং করানোর কিছুটা সুযোগ থাকে।' 🧸;
আরও পড়ুন: IND vs NED: ‘১০ বছর’ পরে ODI-তে উইকেট নি🤪লেন কোহলি, গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসলেন অনুষ্কা- ভিডিয়ো
ভারতের বোলিং কোচ আরও বলেন, ‘বিরাটের ক্ষেত্রে বেশি বড় চ্যালেঞ্জ ছিল মাঝের ওভারগুলিতে বোলিং করা। ꦓযে কাজটা আমরা এই ম্যাচে করেছি। সেই বক্সে টিক মেরে ফেলেছি আমরা। এবার ওকে আমরা ডেথ ওভারের দিকে ঠেলব। দেখা যাক, সেটা কবে হয়। তবে আমಞার মতে, ডানহাতি ব্যাটারদের জন্য ওর (বিরাটের) হাতে ভিতরের দিকে ঢুকে আসা নিখুঁত ইয়র্কার আছে। এটা খুব ভালো। আমার মনে হয়, আমরা সেটার ঝলক কিছুটা দেখতে পাব।’
এমনিতে এবারের বিশ্বকাপে দু'টি ম্যাচে বল করেছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া🤪 চোট পাওয়ার পরে তাঁর বাকি থাকা ওভার শেষ করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তারপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট নেন। যা একদিনের ক্রিকেটে তাঁর পঞ্চম উইকেট। আর সেই পঞ্চম উইকেট নিয়ে উচ্ছ্বাসে ফেটে ♛পড়েন বিরাট। যে উইকেট দেখে ভারতের বোলিং কোচের দাবি, পুরো পরিকল্পনা সাজিয়েই উইকেট পেয়েছেন তারকা।