ভারতকে ঘিরে ডেভিড ওয়ার্নারের একটা আলাদা আবেগ রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ভারতে এসে আইপিএল খেলার দৌলতেই এই দেশের সঙ্গে ওয়ার্নারের একটি আত্মিক যোগ তৈরি হয়েছে। যে কারণে সম্ভবত ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এ দেশের ১৪০ কোট♕ি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অজি তারকা ওপেনার।
এꦅবার বিশ্বকাপের ফাইনালে ডেভিড ওয়ার্নার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তবে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলতে কিন্তু বড়🍨 ভূমিকা নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। ৪৮.৬৩ গড়ে ৫৩৫ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। অজিরা ষষ্ঠ বার চ্যাম্পিয়ান হওয়ার পর দলের সঙ্গে উচ্ছ্বাসে ভাসেন ওয়ার্নার। কিন্তু তার পরেই ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
আর পড়ুন: রোহিত বিশ্বের সবচেয়ে দুর্ভাগা মানুষ- ভারত অধ🥀িনায়কের জন্য মর্মাহত ℱম্যাচ উইনার হেড
আসলে সমৃদ্ধ আগরওয়াল নামে ভারতের এক ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘প্রিয় ডেভিড ওয়ারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্নার, আপনি ১০০ কোটিরও বেশি মানুষের হৃদয় ভেঙে দিয়েছেন।’ এই পোস্টের জবাবেই ওয়ার্নার লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি। অসাধারণ ম্যাচ হয়েছে। মাঠের পরিবেশ ছিল অবিশ্বাস্য। ভারত সত্যিই দারুণ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ ওয়ার্নারের এই পোস্টে অনেকেই নানা মন্তব্য করছেন। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওয়ার্নারকে অভিনন্দন জানিয়েছেন।