পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খাদের কিনারায় ভারত। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হারের পর এবার সিরিজ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এদিন ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন যশস্বী জসওয়াল। মারকাটারি অর্ধশতরান করেন তিনি। একই স👍ঙ্গে গড়লেন নতুন রেকর্ড। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার বছরে টেস্টে ৩০টি ছক্কা মারার দৃষ্টান্ত তৈরি করলেন তিনি। শুধু তাই নয়, বিশ্ব ক্রিকেটে ব্র্যান্ডন ম্যাককুলামের পর তিনিই দ্বিতীয় ক্রিকেটার যিনি এক বছরে টেস্টে ৩০টি ছয় মেরেছেন। যশস্বী বরাবরই তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের✨ জন্য পরিচিত।
পুণেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই একই কাজটি করেন তিনি। ওপেন করতে এসে একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারতে থাকেন। তাঁর খেলা দেখা বোঝা মুশকিল, টেস্ট না টি-২০। এদিন ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে যশস্বী মোট ৯টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন। ভালো ব্যাটিং করলেও শেষে মিচেল স্যান্টনারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। তাঁর এই ব্যাটিংয়ের প্রশংসা করেন ধারাভাষ্যকররা। এর আগে ২০১৪ সালে ব্র্যান্ডন ম্যাককুলাম এক ক্যালেন্ডার বছরে টেস্টে ৩০টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। তবে কিউয়ি ব্যাটসম্যানের এই রেকর্ড টপকেﷺ যাওয়ার সুযোগ রয়েছে যশস্বীর কাছে। এখনও অ♕নেকগুলো টেস্ট ম্যাচ হাতে রয়েছে তাঁর।
উল্লেখ্য, জসওয়ালের আক্রমণাত্মক শুরু ভারতীয় শিবিরে কিছুটা আশার আলো জাগায়। যদিও রোহিত শর্মা, শুভমন গিল এবং ঋষভ পন্ত, বিরাট কোহলি ও সরফরাজ দ্রুত আউট হয়ে যাওয়ায় কিছুটা চিন্তা বেড়েছে টিম ইন্ডিয়ার। দ্বিতীয় টেস্টেও যদি ভারতকে পরাজয়ের মুখ দেখতে হয় তবে সিরিজ হাতছাড়া করবে রোহিতরা। এটা বর্ডার-গাভাসকর সিরিজের আগে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা হবে। উল্লেখ্য, এর আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরু👍দ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজিত হয়েছিল ভারত। সেখানে প্রথম ইনিংসে লজ্জাজনক ভাবে ৪৬ রানে অলআউট হয়ে গেছিল রোহিত-বিরাটরা। সেবার ভারতকে সমস্যায় ফেলেছিল কিউয়ি পেসাররা, এবার পুণেতে সমস্যায় ফেলল স্পিনাররা।
ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টেও পরাজিত হয়, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা আ🧸রও কঠিন হয়ে উঠবে তাদের জন্য। বর্তমানে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থাকলেও এই ম্যাচ হারলে পয়েন্ট পার্সেন্টেজে বড় প্রভাব পড়তে দেখা যাবে। এখন দেখার শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারে কিনা টিম ইন্ডিয়া। যদিও এখনও পর্যন্ত খেলায় চালকে🌳র আসনে রয়েছে নিউজিল্যান্ডই।