পার্থের বদলা অ্যাডিলেডে নিলেন মিচেল স্টার্ক। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯৭ বলে ১৬১ রান করেছিলেন যশস্বী জসওয়াল। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যেতে হল তাঁকে। এর আগে পার্থেও প্রথম ইনিংসে ডাক হয়েছিলেন তিনি, আউট করেছিলেন মিচেল স্টার্ক। এবারও যশস্বী সেই অজি পেসারেরই শিকার হলেন। আর এতেই ক্রিকে🐓ট প্রেমীরা মনে করছেন পার্থে দ্বিতীয় ইনিংসে যশস্বীর করা টিপ্পনীর জবাব দিলেন স্টার্ক। অ্যাডিলেডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই ঝটকা দেন স্টার্ক। ইনিংসের একদম প্রথম বলে যশস্বীকে এলবিডব্লিউ করেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলটি একদম যশস্বীর পায়ের কাছে করেন। সুইং করায় বল ব্যাটে সম্পর্ক করতে ব্যর্থ হন জসওয়াল, লাগে প্যাডে। আম্পায়ার সোজা আঙ্গুল তুলে আউট দিয়ে দেন। যদিও যশস্বীকে দেখে মনে হচ্ছিল তিনি রিভিউ নিতে চাইছিলেন। কথা বলেন ক্রিজের অন্যপ্রান্তে থাকা কেএল রাহুলের সঙ্গꦡে। তিনি জানিয়ে দেন, বল উইকেটের বরাবরই ছিল। এরপর প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান যশস্বী। রিপ্লেতে দেখা যায় বল সোজা স্টাম্পে হিট করছে। এর আগে পার্থেও স্টার্কের বলে আউট হয়েছিলেন যশস্বী। ক্য✤াচ দিয়েছিলেন নাথান ম্যাকসুইনির হাতে।
এদিন যশস্বীকে আউট করে বেশ আগ্রাসী দেখায় মিচেল স্টার্ককে। অনেকেই এই ঘটনার সঙ্গে পার্থ কানেকশন খুঁজে পাচ্ছেন। ঘটনাটি হল, প্রথম টেস্টে যশস্বী অজি পেসারকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘তোমার বল অনেক ধীরে আসছে।’এটা শুনে যদিও সেই সময় কোনও প্রত্যুত্তর করেননি স্টার্ক। হাসতে হাসতে চলে গিয়েছিলেন ক্রিজের দিকে। যদিও বিষয়টির সূত্রপাত হয়েছিল স্টার্কের তরফে। প্রথম ইনিংসে যখন অস্ট্রেলিয়ার হয়ে তিনি ব্যাট করছিলেন তখন তাঁকে একটি বাউন্সার করেন হর্ষিত রানা। স🐬েই সময় তিনি রানাকে উদ্দেশ্য করে বলেছিলেন -‘হর্ষিত, আমি কিন্তু তোমার থেকেও জোরে বল করি।’ স্টার্ক সতর্ক করে আরও বলেছিলেন, ‘আমি কিন্তু সব মনে রাখি।’ সেটার সূত্র ধরেই উত্তর করেছিলেন যশস্বী।
উল্লেখ্য, পার্থে ২৯৫ রানে টেস্টে জয় পায় ভারত। এখন লড়াই দ্বিতীয় টেস্ট জেতার। তবে শুরুতেই ধাক্কা দেন মিচেল স্টার্ক। পিচ থেকে পুরো ফায়দা তোলেন তিনি। এদিন ব্যর্থ হন ভারতের দুই ওপেনারই। যশস্বীর পর ৩৭ রানে আউট হয়ে যান কেএল রাহুল, যদিও দু'বার জীবনদান পেয়েছিলেন তিনি। ৩১ রানে আউট হয়ে যান শুভমন গিল। পার্থের প্রথম ইনিংসের মতো অ্যাডিলেডেও বাইরের দিকে সুইং করে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে ৭ রানে আউꦦট হয়ে যান বিরাট কোহলি। সব মিলিয়ে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম সেশন শেষে বেশ চাপে ভারত। এখনও পর্যন্ত ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।