অস্ট্রেলিয়া সিরিজের জন্য ফিট না হয়ে ওঠা🔯য় ক্ষমা চাইলেন মহম্মদ শামি। ক্রিকেট অনুরাগীদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকেও ক্ষমা চেয়ে নিলেন তারকা পেসার। সেইসঙ্গে প্রতিশ্রুতি দিলেন যে দ্রুত মাঠে ফিরবেন। প্রথমে ঘরোয়া লাল বলের ক্রিকেটে নিজেকে নিংড়ে দেবেন। আর তারপর জাতীয় দলে প্রত্যাবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন শামি। তবে সেটার জন্য কতটা সময় লাগবে, কবে তিনি লাল বলের ক্রিকেট খেলবেন, বাংলার হয়ে কোন ম্যাচ খেলতে পারবেন, সে বিষয়ে কিছু জানাননি ভারতের তারকা♎ পেসার।
'BCCI ও ফ্যানদের কাছে ক্ষমা চাইছি'
শনিবার শামি শুধু ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমি নিজেকে উজাড় করে দিচ্ছি। বোলিংয়ের জন্য আমার যে ফিটনেসের প্রয়োজন, সেটা প্রতিদিন আরও ভালো হচ্ছে। ম্যাচ খেলার মতো জায়গায় নিজেকে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যেতে থাকব এবং ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলব। সমস্ত ক্রিকেট অনুরাগী এবং বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইছি। কিন্তু শী⛄ঘ্রই আমরা লাল বলের ক্রিকেট খেলার জন্য আমি তৈরি হয়ে যাব। সকলকে ভালোবাসা।'
‘জিতে দেখাতেই হবে তোকে’
ওই পোস্টে শামিকে ট্রেনিং করতে দেখা গিয়েছে। ফিট হওয়ার জন্য জিমে বিভিন্ন শারীরিক কসরৎ করে দেখা গিয়েছে ভারতের তারকা পেসারকে। যে ভিডিয়োর সঙ্গে একটি গানও জুড়ে দেন। যে গানের কথাগুলোর মধ𝕴্যে আছে, 'জিত কে দিখানা হ্যা তুঝে, ভাগ তু অ্যায়সে তুঝকো, রোক কই ভি না সাকে, জিত কে দিখানা হ্যা তুঝে।'
সেই ‘জিত কে দিখানা হ্যা তুঝে’ কথাটা যেন প্রত্যেক ভারতীয় ক্রিকেট ফ্যানই শামিকে বলছেন। যিনি চোটের জন্য গত বছরের একদিনের বিশ্বকাপের ফাইনালের পর থেকে একটা ম্যাচেও খেলতে পারেননি। ১৯ নভেম্বর শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। তারপর গোড়ালির চ⭕োটের জন্য ফে💧ব্রুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফিরে আসার জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
মাঠে ফেরার জন্য লড়াই শামির
অনেকে আশা করেছিলেন যে অস্ট্রেলিয়া স🅠িরিজের আগে নিউজিল🧔্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শামির প্রত্যাবর্তন হবে। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানান যে চলতি মাসের গোড়ার দিকে হাঁটু ফুলে গিয়েছে শামির। সেই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে তাঁকে ফেরানো হয়নি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও তাঁকে রাখার ঝুঁকি নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: IND vs AUS Test Series Team: শামি ন♓েই, আছেন বাংলার ২ জন- অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দল ঘোষণা ভারতের