বর্তমান জীবনের সঙ্গে এখন নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। বিজ্ঞান আশী🥂র্বাদ না অভিশাপের মতোই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ধন্দে মানুষ। কিন্তু যতই এআই এসে মানুষের জীবনে প্রভাব ফেলুক না কেন, সব কাজ কি আর ওসব দিয়ে হয়। এই যেমন ধরুন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব, সে কাজ কি আর এআই পারবে, এমনই প্রশ্ন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।
বর্তমান যুগে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভাব বৃদ্ধি করছে তাতে অনেকেরই ধারণা কয়েক বছর পরই হয়ত চাকরি খোয়াতে পারেন বহু মানুষ। কারণ এআই যত সহজে এবং যত দ্রুত কাজ করে, অত দ্রুত মানুষ তো করতে পারে না। কিন্তু সব কাজ যে এআই দিয়ে হয় না সেটাই মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেনে বুঝিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন পেস বোলার তথা জাতীয় নির্ব♒াচক অজিত আগরকর।
আরও পড়ুন-T20 বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জুকে চাইছেন লারা, স্যামসনকে দিয়ে ও🤡পেন করানোর দাবি আম্বাতির
বর্তমানে আইপিএল সহ বিশ্বক্রিকেটের ক্ষেত্রে চলা শুরু হয়েছে এআই 💙ও ডাটা সায়েন্সের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে প্রতিপক্ষ দলের ভুল ত্রুটি, সমস্ত এখন মূহূর্তের মধ্যেই তথ্য আকারে চলে আসছে হাতে। পরিসংখ্যান তো বটেই। যেমন কোন ব্যাটার পেস বোলারের বিরুদ্ধে কত রান, স্পিনার বিরুদ্ধে কত রান? বাউন্সার, শর্ট লেন্থ, ইয়র্কার, কোন বলের ক্ষেত্রে কিরকম ব্যাটিং? আবারඣ টেকনিকালি কীভাবে কোন শট খেললে ভালো, সবেরই একটা অনুমান পাওয়ার চেষ্টা চলছে এই প্রযুক্তির মাধ্যমে। কিন্তু অধিনায়কত্বের কাজটা তো আর এআইয়ের দ্বারা হয়না। কারণ এই কাজের ক্ষেত্রে যে মহেন্দ্র সিং ধোনিরা ব্যক্তিক্রম। কারণ তাদের ক্রিকেটিয় মস্তিষ্ক যে এআইয়ের থেকেও ফাস্ট।
আ♎রও পড়ুন-কোচ, ক্যাপ্টেনকে না জানিয়ে ব্যাট করতে নেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজির
মাহির প্রশংসা করতে গিয়ে আগরকর এক সাক্ষাৎকাܫরে বলেছেন, 'আমার মতে নেতৃত্ব দেওয়ার জন্য সব সময়ই এমন একজনকে প্রয়োজন যে গুরুত্বপূর্ণ সময় সঠিক সিদ্ধান্ত নেবে। সব সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্ল্যানিং অনুযায়ী 🦩কাজ হয় না। সেই সময়ই দরকার পরে মগজাস্ত্রের। সেই কারণেই মহেন্দ্র সিংহ ধোনিকে আমরা অসাধারণ অধিনায়ক বলে থাকি’।
🍌আরও পড়ুন-‘ওরা তো সব ২৫-৩০ রানের প্লেয়া👍র’,বিরাটের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন নির্বাচকের
পাঁচবার দ𝓰লকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিং ধোনি। একমাত্র ভারত অধিনায়ক হিসেবে জিতেছেন আইসিসির তিনটি ট্রফি। ফলে অধিনায়কত্বের দিক থেকে তিনি যে এআইকে বলে বলে গোল দেবে তা জানা কথা। সেই কথাই উঠে এসেছে নির্বাচক প্রধানের মুখে। আগরকর বলছেন, ‘ম্যাচের মধ্যে কখন কি হচ্ছে, কিভাবে পরিস্থিতি বদলাচ্ছে। কিভাবে তা নিয়ন্ত্রণ আনা সম্ভব, সবই মাহির মাথায় চলতে থাকে। এআই থেকে তথ্য নিয়ে প্ল্যানিং সাজানোর পরেও দেখা যেতে পারে কোনও ব্যাটসম্যান তার চেনা স্টাইল থেকে বেড়িয়ে অন্যরꦛকম স্ট্র্যাটেজিতে খেলছে। তখন কি করা উচিত সেই সিদ্ধান্ত নিতেই প্রয়োজন অধিনায়কের। আর এই বিষয়েই মাহি ব্য়তিক্রম’।