চলছে কোচবিহার ট্রফি। সেখানেই বাংলার হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়লেন যুধাজিৎ গুহ। বাংলার হয়ে একমাত্র তিনিই অনূর্𝕴ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন। ২৯ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এই প্রতিযোগিতা। বুধবার থেকে 🦩ইডেনে কোচবিহার ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা এবং সৌরাষ্ট্র। সেখানেই বল হাতে ৬ উইকেট নিয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি। যুধাজিৎ প্রথম ইনিংসে মোট ১২.৪ ওভার বল করে ৫৭ রান দিয়ে ৬ উইকেট নেন। এর আগে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন বাংলার এই পেসার। সেখানেও বল হাতে নজর কেড়েছেন যুধাজিৎ।
বুধবার দিন খেলার প্রথম দিনে যুধাজিৎ-এর বোলিংয়ের দাপটের সামনে দাঁড়াতেই পারেননি সৌরাষ্ট্রের কোনও ব্যাটার। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। শুরুতেই সৌরাষ্ট্রের ওপেনার যুবরাজ গোয়েলকে রান আউট করে প্রথম ধাক্কা দেয় বাংলার ছেলেরা। এরপর অপর ওপেনার প্রণয় থাপাকে আউট করে নিজের প্রথম উইকেট নেন যুধাজিৎ।𝓀 তারপর তাঁকে আর থামানো যায়নি। এরপর মনীশ যাদব, আরিয়ান সাভসানি, দেবেন্দ্রসিন জালা,দেবর্ষ এবং কাহনকে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। এছাড়াও বাংলার হয়ে দেবাংশু পাখিরা দুটি এবং রোহিত একটি উইকেট নেন। যুধাজিৎদের দাপটে প্রথম ইনিংসে মাত্র🍎 ৯৪ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলা। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছিল তারা। ৭৪ রানে আউট হয়ে গিয়েছিলেন অঙ্কিত চট্টোপাধ্যায়। তবে ৮৭ রানে অপরাজিত ছিলেন অক্ষজ গিরি। দ্বিতীয় দিনে তিনি নিজের শতরান সম্পন্ন করেন। ২১২ বলে ১♊৩৭ রান করে আউট হন তিনি। এছাড়াও বাংলার হয়ে উল্লেখযোগ্য রান করেন বিশাল ভাটি। তিনি ཧ৮৩ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ব্যাট হাতে শেষের দিকে ৪০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন দেবাংশু। প্রথম ইনিংসের শেষে ১০ উইকেট হারিয়ে ৪২৮ রান তুলতে সক্ষম হয়েছে বাংলা। ৩৩২ রানের লিড নিয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে তারা।