সম্প্রতি অস্টেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওডিআই সিরিজে বল হাতে নজর কাড়েন বাংলার পেসার যুধাজিৎ গুহ। তারফলে এবার অনূর্ধ্ব-১৯ টেস্ট দলেও খেলার জন্য ডাক পেলেন। অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দল অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ৩ ম্যাচের ওডিআই সিরিজে। সেখানেই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন যুধাজিৎ। তৃতীয় একদিবসীয় ম্যাচে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়া 𒁃প্রায় ম্যাচ জিতেই নিয়েছিল। সে সময় শেষ ওভার করতে আসেন যুধাজিৎ গুহ। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে হারা ম্যাচ ৭ রানে জিতে নেয় ভারত। তৃতীয় ওডিআই ম্যাচে মোট ৮ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। একই সঙ্গে সেরা ফিল্ডারের পুরস্কারও যায় তাঁর ঝুলিতে।
প্রাথমিকভাবে ওডিআই সিরিজের জন্য যেই দল ঘোষণা করা হয়েছিল তাতেই শুধু রাখা হয়েছিল যুধাজিৎকে। এবার তাঁর এই দুরন্ত বোলিং নজর কেড়েছে নির্বাচকদের, তাই এই বাংলার পেসারকে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও রাখা হয়েছে। এবার এই সুযোগকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যুধাজিৎ। চেন্নাইয়ে ৩০ সেপ্টেম্বর থেকে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেই ম্যাচই এখন লক্ষ🧜্য যুধাজ🐷িৎয়ের।
প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি ওডিআই ও ২টি টেস্ট ম্যাচ খেলবে। ওডিআই সিরিজ ইতিমধ্যেই নিজেদের পকেটে পুড়েছে ভারত। ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল। যেখানে ৭ উইকেটে জয় লাভ করে ভারত। প্রথম ওডিআইটি খেলেননি যুধাজিৎ। এরপর ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ওডিআই ম্যাচে ৯ উইকেটে জয় পায় ভারত। সেই ম্যাচে ৬.৩ ওভার বল করে ৩৬ রান দিয়ে ১টি উইকেট পান যুধাজিৎ। এরপর সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর। সেই ম্যাচে বল হাতে কামাল করে দেখান তিনি। ৭ রানে ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে ভারত। এবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট ম্যাচ। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট ম্যাচটি একই মাঠে শুরু হবে ৭ অক্টোবর থেকে। শেষ হবে ১০ অক্টোবর। প্রসঙ্গত, এই মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেলে ভারত। ২৮০ রানে জয় পায় রোহিত-বিরাটরা। এখন দেখার ভারতে✤র ছোটরা এই মাঠেই একই ভাবে নিজেদের দাপট দেখাতে পারে কিনা।