ভারতের তরুণ সেনসেশন অভিষেক শর্মা রবিবার (৭ জুলাই), হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ঝলমলে সেঞ্চুরি করার পরে, তাঁর পরামর্শদাতা যুবরাজ সিং এবং তাঁর পরিবারকে ভিডিয়ো কল করেছিলেন। অভিষেকের পরিবꦕার খুব স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ছিল। ছেলে সেঞ্চুরি করার পর তারা সেলিব্রেশনও করেছে। এবং ভিডিয়ো কলে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।
অভিষেককে কী বললেন যুবি?
২৩ বছর বয়সী তারকা তাঁর পরামর্শদাতা এবং ভারতের প্রাক্তন খেলোয়াড় যুবরাজ সিং-কে ভিডিয়ো কল করলে, তিনি অভিষেকের এই বিধ্বংসী এবং রেকর্ড গড়া সেঞ্চুরির প্রশ🅺ংসা করেন। প্রসঙ্গত, অভিষেক ভারতের হয়ে তাঁর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই ৪৭ বলে শতরান হাঁকান। অভিষেক শর্মাকে ভিডিয়ো কলে যুবরাজ বলেছেন, ‘ভালো পারফরম্যান্স করেছো, আমি খুব গর্বিত। এটি তোমার প্রাপ্য ছিল। আরও অনেক কিছু অপেক্ষা করছে, এটা তো কেবল শুরু।’ বারবার অভিষেক তাঁর ক্যারিয়ার গঠনের জন্য যুবরাজ সিং-কে কৃতিত্ব দিয়েছেন এবং বিসিসিআইয়ের সাক্ষাৎকারের সময়েও তিনি তাঁর পরামর্শদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ICC চেয়ারমꦕ্যান হওয়ার জন্য BCCI থেকে𓆏 সরে দাঁড়াতে পারেন জয় শাহ? নতুন জল্পনা শুরু
অভিষেক তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক উপস্থিতিতে ভারতের হয়ে ম্যাচ জয়ী পারফরম্যান্স করার পরে বিসিসিআই-কে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেটি বিসিসিআই তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। সেখানে অভিষেক বলেছেন, ‘প্রথম ম্যাচের পরে আমি যুবি পাজিকে ফোন করেছিলাম এবং কেন জানি না, তিনি খুব খুশি ছিলেন, তিনি এমন ভাব করেছিলেন যেন, এটি একটি ভালো শুরু। আমি মনে করি, আজকে (𒀰রবিবার) আমার পরিবারের মতোই ও নিজেও গর্বিত হবে। তাই আমি সত্যিই খুশি, এবং এটি ওর জন্যই সম্ভব হয়েছে। ও আমার জন্য যে কঠোর পরিশ্রম করেছে, তার ফল।’
আরও পড়ুন: রান না পেলেই শুভমনের ব্যাট চেয়ে নেন- ℱসেঞ্চুরি করার পর বড় রহস্য ফাঁস অভিষেকের
শুভমনের ব্যাটে বাজিমাত বাঁ-হাতি ওপেনারের
সেই সাক্ষাৎকারে বাঁ-হাতি ওপেনার আরও দাবি করেছেন যে, তিনি এই ম্যাচের জন্য তাঁর ওপেনিং পার্টনার এবং ঘনিষ্ঠ বন্ধু শুভমন গিলের ব্যাট ব্যবহা༺র করেছিলেন। এবং কয়েকটি বাউন্ডারি মারার পরে, তিনি বুঝতে পেরেছিলেন যে, এটি তাঁর দিন হতে চলেছে।
আরও পড়ুন: বিশ্বচ্যা🐻ম্পিয়নের মতোই খেলেছে ভারত, তবে ৩০ রান বেশি 💮হয়েছিল- সাফ স্বীকারোক্তি সিকন্দর রাজার
ম্যাচের সেরা হও✨য়ার পর অভিষেক বল🌳েছেন, ‘এই ম্যাচে আমি শুভমনের ব্যাট নিয়ে খেলেছি এবং আগেও এরকমটা করেছি। যখনই আমার রানের প্রয়োজন হয়, আমি ওর ব্যাট চেয়ে নিই। এমন কী আইপিএলেও, আমি ওর থেকে ব্যাট চেয়ে নিতাম। এবং এই ম্যাচেও ও আমাকে তার ব্যাট দিয়েছে। আমি মনে করি, এর জন্যই সবটা ভালো হয়েছে।’