অ্যালিস হশু
সমস্ত এক্সিট পোলের আভাস সত্যি করে শেষমেশ নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি জোট ফের সরকার গড়তে চলেছে। বিজেপি ও এনডিপিপি শিবিরে স্বস্তি দিয়ে ফের নাগাল্যান্ডে জয়জয়কার বিজ🅺েপি জোটের। ফলে ফের একবার নাগাল্যান্ডে দ্বিত⛦ীয় ইনিংস শুরু করতে চলেছে এই জোট।
এদিকে, এই নিয়ে পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন এনডিপিপির নেফিউ রিও। উল্লেখ্🔯য, ভোটের আগে এই জোট ৪০ ও ২০ এর অনুপাতে আসন ভাগ করেছে দুই শিবির। এনডিপিপি দখলে রেখেছে ৪০টি আসন ও বিজেপি ২০ টি আসনে লড়াই করেছে। উল্লেখ্য, ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভা ভোটের ময়দানে ৩১ ছিল ম্যাজিক ফিগার। সেই অঙ্কের নিরিখে এনডিপিপি ও বিজেপি জোট ৩৭ টি আসন দখল করেছে। এই ভোট গণিতের পরিসংখ্যান বলছে, এনডিপিপি ২৫ টি আসনে দখল ধরে রেখেছে। নাগাল্যান্ডের শাসকদলের জোটের শরিক এনডিপিপি লড়েছে ৪০ টি আসনে। অন্যদিকে, বিজেপি ২০ টির মধ্যে ১২ টি আসনে দখল ধরে রেখেছে। উল্লেখ্য, বিজেপির এই জয়ে ৬ নতুন প্রার্থী কার্যত নজর কেড়েছে। অন্যদিকে, নাগাল্যান্ডের রাজনীতিতে ১০ জন নতুন প্রার্থীকে নিয়ে বাজিমাত করেছে এনডিপিপিও। তারই মধ্যে এনডিপিপির দুই মহিলা প্রার্থী রাজ্যের প্রথম মহিলা বিধায়ক হিসাবে উঠে এসে ইতিহাস গড়েছেন।সালহউতুয়োনুয়ো ক্রুসে ও হেকানি জাখালু মহিলা𓆏 প্রার্থী হিসাবে দিয়েছেন চমক।
( ওঁরা বলছেন, 'মর যা মোদী', দেশ বলছে 'মত যা মোদী'! বিরোধীদের 💧খোঁচা প্রধানমন্ত্রীর)
অন্যদিকে, নাগাল্যান্ডের মানচিত্রে উজ্জ্বল চরিত্র হিসাবে উঠে আসেন নেফিউ রিও। তিনি এই নিয়ে পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হত𓃲ে চলেছেন নেফিউরিও। নাগা রাজনীতিতে নেফিউ রিও সবচেয়ে বেশি সময় ধরে মসনদে থাকা মুখ্যমন্ত্রী। তিনি ফের একবার তাঁর হোম গ্রাউন্ড উত্তর আঙ্গামি-২ কেন্দ্র থেকে জয় লাভ করেছেন। তিনি ১৫৮২৪ টি আসনে এগিয়ে থেকে ভোট যুদ্ধ জিতে নিয়েছে🥀ন।
এছাড়াও নাগাল্যান্ডের ভোটে আলাদা করে নজর কেড়েছেন ৮৭ বছর বয়সী তাপি এলাকার নোক ওয়াংনাও। নাগাল্যান্ডের মোন জেলা থেকে তাপি কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। নাগা রাজনীতিতে তিনিই সবচেয়ে বেশি বর্ষীয়ান প্রার্থী এই নোক ওয়াংনাও। এতি তাঁর দশম ভোটে জয়লাভ। এদিকে, নাগাল্যান্ডের সাতাখা কেন্দ্র থেকে জিতেছেন এনডিপিপির হেভিওয়েট বিধায়ক জি কাইতো। এলাকার ছয় বারের বিধায়ক জি খাইতোর জয়ও নাগাল্যান্ডে শাসক জলকে আলা🍎দা মাইলেজ দিয়েছে।