মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আজকে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি এবং কংগ্রেসের কাছে এই চার রꦯাজ্যের নির্বাচনী ফলাফল তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই আবহে গোটা দেশেরই নজর রয়েছে এই চার রাজ্যের দিকে। আজকে এই চার রাজ্যের ফলাফলের ওপর আগামী বছরের নির্বাচন সরাসরি নির্ভর তো করবে না। তবে নিশ্চিত ভাবে যে দল ফলাফলের নিরিখে আজকে এগিয়ে থাকবে, তাদের মনোবল বাড়বে ফাইনাল পরীক্ষার আগে।
রাজস্থানের বিধানসভা নির্বাচনের গণনা
২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভা নির্বাচনে জিততে ১০১ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। এই রাজ্যে লড়াই মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এই আবহে হিন্দি বলয়ের এই রাজ্যের ভোটের ফলাফলের লাইভ আপডেটের ওপর নজর রাখতে ক্লিক করুন এখানে। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবস🏅াইটে - -এ দেখা যাবে ফলাফল।
গত ২৫ নভেম্বর এই রাজ্যে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছিল। আজ সেই রাজ্যের মোট ১৮৬২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। রাজস্থানের মোট ২০০টি বিধানসভা আসনের মধ্যে ১৯৯টিতে ভোটগ্রহণ হয়েছিল। একটি আসনের প্রার্থীর প্রয়াণের কারণে সেখানে ভ𝐆োটগ্রহণ স্থগিত ছিল। ২৫ নভেম্বর রাজস্থানে ভোটদানের হার ছিল ৭৫.৪৫ শতাংশ। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় এবছর ভোটদানের হার ০.৭৩ শতাংশ বেশি।
মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের গণনা
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে ১১৬ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। এই রাজ্যে লড়াই মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে বিএসপি, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির মতো দলও লড়ছে এখানে এই আবহে হিন্দি বলয়ের এই রাজ্যের ভোটের ফলাফলের লাইভ আপডেটের ওপর নজর রাখতে ক্লিক করুন এখানে। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে - //results.eci.gov.in/ -এ দেখা যাব𓃲ে ফলাফল।
এবারের নির্🐈বাচনে সেই রাজ্যে ভোট পড়েছে ৭৭.১৫ শতাংশ। ২০১৮ সালে এই ভোটদানের হার ছিল ৭৫.৬৩ শতাংশ। আজ মধ্যপ্রদেশের ২,৫৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। শিবরাজ সিং চৌহান, কমল নাথ, নরেন্দ্র সিং তোমর (কেন্দ্রীয় মন্ত্রী), প্রহ্লাদ তোমর (কেন্দ্রীয় মন্ত্রী), ফগ্গন সিং কুলাস্তে (কেন্দ্রীয় মন্ত্রী), কৈলাস বিজয়বর্গীয়র মতো হেভিও꧒য়েটরা আজকের ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন।
ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের গণনা
৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জিততে ৪৬ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। এই রাজ্যে লড়াই মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এই আবহে হিন্দি বলয়ের এই রাজ্যের ভোটের ফলাফলের লাইভ আপডেটের ওপর নজর রাখতে ক্লিক করুন এখানে। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট💃ে - //results.eci.gov.in/ -এ দেখা যাবে ফলাফল।
ছত্তিশগড়ে দুই দফায় ৭ এবং ১৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আজ সেই রাজ্ꦅযের ১,১৮১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে। তালিকায় আছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রামন সিং, লোকসভার বিজেপি💮 সাংসদ বিজয় বাঘেল।
তেলাঙ্গানার বিধানসভা নির্বাচনের গণনা
১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে জিততে ৬০ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে। এই রাজ্যে লড়াই মূলত কেসিআর-এর বিআরএস বনাম কংগ্রেসের। তাছাড়া বিজেপি এবং এআইএমআইএম-ও উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করবে এখানে। এই আবহে এই দক্ষিণী রাজ্যের ভোটের ফলাফলের লাইভ আপডেটের ওপর নজর রাখতে ক্লিক করুন এখানে। এছাড়াও নির🍸্বাচন কমিশনের ওয়েবসাইটে - //results.eci.gov.in/ -এ দ♛েখা যাবে ফলাফল।
বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্য ক্ষমতায় আছেন কে চন্দ্রশেখর রাও। কার্যত বিনা চ্যালেঞ্জেই গত দু'টি নির্বাচনে এই রাজ্যে নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছ♓িলেন তিনি। তেলাঙ্গানা বিধানসভায় ভোটগ্রহণ হয়েছিল গত ৩০ নভেম্বর। মোট ৭০.৬ শতাংশ ভোট পড়েছে এই রাজ্যে। হয়দরাবাদ বিধানসভা আসনে ভ🅷োটদানের হার ছিল মাত্র ৩৯.৯৭ শতাংশ।