ভোট দেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভোটদান কক্ষেও ঢুকেছিলেন। কিন্তু, তারপরেও ভোট দিতে পারলেন না। ততক্ষণে তার হয়ে অন্য কেউ ভোট দিয়েছেন। ফলে ভোট না দিয়েই ফিরতে হল গৃহবধূকে। এমনই অভিযোগ উঠল কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ১৮৮ নম্বর বুথে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করেছে বিরোধীরা। শাদেস্বরি মন্ডল নামের নামের ওই গৃহবধূর অভিযোগ, ভোট প্রদানের জন্য তিনি ভোটদান কক্ষে ঢুকতেই ভোট কর্মীরা তাকে জানান তার ভোট হয়ে গেছে। কে ভোট দিয়েছে গৃহবধূ তা জানতে চাইলে ভোট কর্মীরা তাকে জানিয়ে দেন, ‘কে ভোট দিয়েছে বলতে পারব না।’ গৃহবধূর অভিযোগ টিপসই দেওয়ার পর ভোট কর্মীরা আমাকে জানান তোমার ভোট হয়ে গেছে। এখন তার হয়ে কে তার হয়ে ভোট দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই গৃহবধূ। তার কথায়, ‘আমি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ভোট দিতে পারলাম না। এতে আমার দুঃখ হচ্ছে। এখন কে ভোট দিয়েছে তা আমি বলতে পারছিনা। সেটাই আমি এখন জানতে চাইছি।’এপরেই গৃহবধূ প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে কে ভোট দিয়েছে তা জানতে চাইলে তাকে টেন্ডার ভোট দেওয়ার পরামর্শ দেন ওই অফিসার। কিন্তু, গৃহবধূ সাফ জানিয়ে দেন, ‘আমার নামে তো ভোট দেওয়া হয়ে গেছে তাহলে আমি আবার ভোট দিয়ে কী করব!’ কে ভোট দিয়েছে গৃহবধূ তা প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘এখানে এজেন্টরা ছিল তারাই বলতে পারবে।’