আজ শনিবার ৪ পুরনিগমে চলছে ভোট। যারমধ্যে বিধাননগর পুরনিগমকে ঘিরে চর্চা তুঙ্গে। এদিন ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকে বিধাননগরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। বহিরাগত ভুয়ো ভোটারদের দিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছে বিরোধীরা। এই সমস্ত অভিযোগকে নস্যাৎ করলেন পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি জানালেন, 'শান্তিপূর্ণভাবে ভোট চলছে। নির্বাচন কমিশন অক্ষরে অক্ষরে ক্ষমতা প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে যে তারা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে।'বিজেপির আশঙ্কা ছিল রাজ্য পুলিশের তত্ত্বাবধানে বিধান নগরে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে না । সেই কারণে বিধাননগরে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিল বিজেপি। এ প্রসঙ্গে সব্যসাচীর কটাক্ষ, 'কেন্দ্রীয় বাহিনী কেন! এবার আমেরিকা থেকে এফবিআই নিয়ে আসুক। এর আগে আমি যখন বিজেপিতে ছিলাম তখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। কিন্তু আমি হেরেছি। তাহলে আমি বলব কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সেদিক দিয়ে রাজ্য পুলিশ সফল।'যদিও এদিন ভোট শুরু হওয়ার প্রথম থেকেই বিজেপি বিধাননগরে বহিরাগতদের নিয়ে আসার পাশাপাশি বুথ দখলের অভিযোগ তুলেছে। সেইসঙ্গে, বিভিন্ন বুথের পিছনের দরজা খোলা রাখার অভিযোগ তুলেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার ওয়ার্ড এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। অন্য ওয়ার্ডে যদি ঘটে থাকে তাহলে সেটা প্রিজাইডিং অফিসারের অনুমতিতে ঘটেছে। কোনও প্রয়োজনে হয়ত খুলেছেন। ভোটের দিন একজন প্রিজাইডিং অফিসারের ক্ষমতা রাষ্ট্রপতির মত।' বহিরাগত নিয়ে বিজেপি যে অভিযোগ তুলছে সেই প্রসঙ্গে বিজেপি সম্পূর্ণ মিথ্যা বলছে বলে দাবি করেছেন সব্যসাচী দত্ত। তিনি বলেন, 'বিজেপি ফুটেজ পাওয়ার জন্য এসব করে থাকে। এই কারণেই বিজেপি ভোটে হারে।'